
আমাদের পথচলা
BESSiG হলো জার্মানিতে থাকা বাংলাদেশীদের অন্যতম সর্ববৃহৎ কমিউনিটি। এই কমিউনিটিতে আপনি বর্তমানে কি করেন বা অতীতে কি করেছেন , কোন দল করেন, কোন ধর্ম পালন করেন, আপনি ছেলে না মেয়ে অথবা বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছেন তা ব্যাপার না। সারা জার্মানি জুড়ে ছড়িয়ে থাকা এই কমিউনিটি দল মত, ধর্ম বর্ণ, আস্তিক নাস্তিক, ছেলে মেয়ে সবার। জার্মানিতে আমাদের সবার পরিচিতি একটাই। আমরা বাংলাদেশী। আমাদের এই প্ল্যাটফর্মের মূল কেন্দ্র বাংলাদেশ থেকে পড়তে আসা এক বিশাল তরুন তরুনী স্টুডেন্ট, যারা স্বপ্ন দেখে আমরা একদিন বাংলাদেশকে জার্মানির মতই গড়তে পারবো। এমন কি বিশ্বাস করে, ভালোভাবে কাজ করলে আমরা দেশকে জার্মানির চাইতেও ভালোভাবে গড়তে পারবো। এই বিশাল স্বপ্নবাজ তরুন তরুনীদের অভিধানে অসম্ভব বলে কোন শব্দ নেই। আর তাদের সাথে যোগ হয়েছে জার্মানিতেই পড়াশুনা শেষ করে ক্যারিয়ার করা অসংখ্য প্রফেশনাল, বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা। এভাবেই এই অরাজনৈতিক প্ল্যাটফর্মের পথচলা শুরু গত ২০১৯ সালের ৫ই মে থেকে।
আমাদের উদ্দেশ্য
এই গ্রুপের প্রধান উদ্দেশ্য জার্মানির বিভিন্ন সুযোগ সুবিধা, জার্মানির সর্বশেষ আইন কানুন, সমাজ, কালচারকে তুলে ধরা যা আমরা জানিনা। তার সাথে জার্মানীতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশী ছাত্র-ছাত্রীদেরকে তৈরি করা এবং পড়াশুনা শেষে ভাল ক্যারিয়ার গড়তে অভিজ্ঞদের সাথে সেতুবন্ধন সৃষ্টি করিয়ে দেয়া। এর বাহিরেও আমাদের লক্ষ্য জার্মানিতে এমন নির্দলীয়, আন্তরিকতায় পরিপূর্ণ এমন বাংলাদেশীদের কমিউনিটি তৈরি করা, যেখানে একজন আরেজনকে আক্রমনের বদলে কাঁধে হাত রেখে বলবে পাশে আছি। আমাদের এমন কমিউনিটি তৈরি করার স্বপ্ন, যেখানে একজন আরেকজনকে বলবে কেউ না থাকুক আমি আপনার পাশে আছি, কেউ না করুক আমি আমার চেষ্টা করবো আরেকজনকে উপকার করতে, যেখানে উপকারের বদলে কেউ কোন কিছু আশা করবে না অথবা কিছু পাবে না।
মেম্বার কারা?
এই গ্রুপ জার্মানিতে থাকা বিভিন্ন শ্রেণী বাংলাদেশী প্রফেশন, স্টুডেন্ট বা কমিউনিটি লিডারদের নিয়ে তৈরি। এখানে যেমন জার্মানির সব সুযোগ সুবিধা বা আইন কানুন নিয়ে আলোচনা হয়, তেমনি বাংলাদেশ থেকে জার্মানিতে যারা উচ্চশিক্ষায় আসতে চায় তাদেরকেও সকল সাহায্য করা হয়। এই গ্রুপ যেমন দেশ থেকে আসতে চাওয়া যে কোন স্টুডেন্ট বা ক্যারিয়ার সচেতন ব্যাক্তির তেমনি জার্মানিতে থাকা সকল বাংলাদেশীদেরও। এই কমিউনিটিতে রাজনৈতিক, আক্রমণাত্মক, ব্যাঙ্গাত্মক, রসালো বিনোদন মুলক সস্তা বিষয় নিয়ে আলোচনা করা হয় না।
খরচ বা টাকা পয়সা?
এই গ্রুপের সকল সার্ভিস, সাহায্য, লেখা, পরামর্শ বা গাইড সব কিছুই ফ্রী। ভবিষ্যতেও কোন টাকা পয়সা বা সার্ভিস চার্জ যোগ করার চিন্তা আমাদের নেই। এই প্ল্যাটফর্ম বা গ্রুপ দিয়ে কেউ আয় করে না অথবা ভবিষ্যতে কেউ আয়ের চিন্তাও করে না। এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবকদের নিয়ে তৈরি। সবাই যে যার জায়গা থেকে কোন কিছু পাওয়ার আশা না করে এই প্ল্যাটফর্মে নিজের সাধ্যমতো নিজের সেরাটাই দেয়। বরং সেরাটা পাওয়াতে উল্টো আমাদের মান হয়েছে খুবই ভালো, তাও ফ্রীতে। বেশিরভাগ সময়ে টাকা খরচ করলেও এতো ভালো মান পাওয়া যেতো না। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রতিদিন মিথ্যা প্রমান করার চেষ্টা করি, ফ্রীতে পাওয়া কোন তথ্য ভালো না। বরং আমরা বলি, আপনি আমাদের সবকিছু পাবেন ফ্রীতে, তাও হতে হবে বেস্ট এবং লেটেস্ট তথ্য। কারো উপকারের বিনিমরে আমাদেরকে আগে, পরে বা বর্তমানে কোন কিছু বা উপহার দিতে হবে না। তবে আমরা আশা করবো, আপনি যেমন নিঃস্বার্থ উপকার পেয়েছেন, তেমনি আপনিও আরো পাঁচজনকে তেমন নিজে এগিয়ে যেয়ে কোন আশা না করে উপকার করবেন। আর যদি আপনার কখনো মন চায়, আপনি আমাদের প্ল্যাটফর্মের জন্য আরেকজনের উপকারে আসে তেমন কিছু করবেন।
আমাদের খরচ কিভাবে চলে?
এই গ্রুপের প্রতিজন মেম্বার সম্পূর্ণ নিস্বার্থ ভাবে কাজ করে। কারো থেকে প্রকাশ্যে বা গোপনে আমরা খরচ নিই না, আমরা চাইও না। এই গ্রুপের সাথে জড়িত সবাই জার্মানিতে স্বাবলম্বী, তাই কারো থেকে খরচ নিয়ে আমাদেরকে চলতে হয় না। আবার আমাদের কারো আর্থিক অবস্থা এমন নয় যে গ্রুপ থেকে আয় করতে হবে। তারপরেও আমাদের গ্রুপে যখন যে খরচ আসে আমরা স্বেচ্ছায় সে খরচ নিজেদের মধ্যে ভাগ করে নেই। সে সময়ে কেউ বেশি দেয়, বা কেউ কম দেয় অথবা কেউ দিতে পারে না, তাতে কিছু যায় আসে না। এতে আমাদের কোন গোপন স্বার্থ বা উদ্দেশ্য জড়িত থাকে না।
আমরা কেনো ভিন্ন?
আমাদের গ্রুপে কোন রাজনৈতিক পোস্ট, বিনোদনের পোস্ট, কাউকে আক্রমন করে লেখা, মজা করে কাউকে টিটকারি করা, কাউকে ছোট করা এসব কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের এখানে কোন দালাল বা এজেন্সি বা স্প্যামের লিঙ্ক দেওয়াকে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি।
আমাদের মান?
আমাদের গ্রুপের লেখা আপনারা অন্য কোন গ্রুপে পাবেন না। আমাদের লেখক বা এডমিনরা কোথাও থেকে কারো লেখা কপি পেস্ট করে আনেন না। যে লেখা আমরা লেখি তা শুধু এই গ্রুপের জন্যই লেখা হয়, যা পরে বিভিন্ন গ্রুপে আমাদের লেখা শেয়ার হওয়ার কারনে ভাইরাল হয়। আমরা তা নিয়ে গর্ববোধ করি। তাছাড়াও আমাদের গ্রুপে জার্মানির চলমান যেকোনো ট্রেন্ড, জার্মান সমাজ, আইন, সংস্কৃতি নিয়ে সুন্দর এবং গঠনমূলক আলোচনা হয়। আবার প্রায় সময়ে মেম্বাররা গ্রুপে সেই রিলেটেড ফটো, ভিডিও বা লেখার লিঙ্ক দিয়ে আলোচনাকে দারুন জমিয়ে দেয়। তাই বাংলাদেশে বসে সারা জার্মানির সব লেটেস্ট খোঁজ খবর পাওয়া যায়। তার সাথে বিভিন্ন মেম্বারদের একজন আরেক জনকে কোন Expectation থাকা ছাড়া সাহায্য করবার সাদা মনের মানসিকতা তৈরি হয়।
কেন আমাদের ওয়েবসাইট ভিন্ন?
কারন আমাদের এখানে আপনি কোন এড পাবেন না। আর কোন লেখা আমরা অন্য কোন গ্রুপ বা ব্যক্তি থেকে কপি করে এনে বসিয়ে দেই নি। প্রতিটা লেখা আমরা খুব ভালোভাবে গ্রুপের জন্য নিজেদের তদারকিতেই লেখেছি অথবা অন্য দক্ষ ব্যাক্তিদের থেকে এই গ্রুপের জন্য সংগ্রহ করেছি।
আমাদের সাথে আপনার কথা, চিন্তা, প্রশ্ন বা মন্তব্য শেয়ার করতে আমাদের প্রানবন্ত ফেইসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আপনার ভালো লাগলে আপনার বন্ধুদেরকেও এড করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে।
ফেইসবুক গ্রুপের লিঙ্ক
ফেইসবুক পেইজের লিঙ্ক
আমাদের স্বপ্নবাজ BESSiG টীম। যারা স্বপ্ন দেখতে জানে, চ্যালেঞ্জ জিততে জানে আর অসম্ভব বলতে কিছু বিশ্বাস করে না।

Nur Mohammad
Founder,
-
Chief Executive Officer (CEO) of OwnFood
-
Chief Executive Officer (CEO) of WOWNY
-
Technical University Dortmund
-
South Westphalia
University of Applied Sciences

Md Shamsuzaman
(Zaman)
Founder,
-
Rhine-Waal University of Applied Sciences
-
Shahjalal University of Science and Technology (SUST)

Moniruzzaman Robin
Admin
-
Eberswalde University for Sustainable Development
-
University of British Columbia, Canada
-
International Islamic University Chittagong (IIUC)

Kafil Mahmud
Admin
-
University of Potsdam
-
Shahjalal University of Science and Technology (SUST)

Moin Rohman
Moderator
-
Schmalkalden University of Applied Sciences
-
University of Dhaka

Md Abu Sayeed
Moderator

Kawsar Ul Hoq
Moderator
-
University of Applied SciencesBonn-Rhein-Sieg
-
Jagannath University

Iqbal Tuhin
Founder,
-
Business Analyst, AXA Insurance Group
-
European University Viadrina
-
South Westphalia University of Applied Sciences

SK Abu Shahin
Founder,
-
Chief Executive Officer (CEO) of Munshahin
-
University of Duisburg Essen
-
International Islamic University Chittagong (IIUC)

Saddam Hossain
Admin
-
Risk Reporting Specialist, DWS International GmbH
- Rhein Waal University of Applied Sciences
-
University of Dhaka

Torikul Islam
Moderator
-
Senior Financial Officer, TVSmiles GmbH
-
HTW Berlin - University of Applied Sciences
-
Stamford University, Bangladesh

Nazmul Hasan Bappy
Moderator
-
Schmalkalden University of Applied Sciences
-
Tolaram University & College, Narayanganj

Kaniz Fatema
Moderator

Tanbir Hossain
Moderator
-
Rhine-Waal University of Applied Sciences
-
University of Khulna

Sardar Nahid Niaz
Moderator
-
Frankfurt University of Applied Sciences
-
Primeasia University, Bangladesh