লিখেছেন SHATABDI ROY SWARNA

অনেকেই হয়তো বিষয় টা জানেন না যে জার্মানিতে এসে কোথায়, কিভাবে নোটারী করতে হয়। এখানে আসার পর ইউনিভার্সিটির কোনো কাজে অথবা অন্য কোথাও এপ্লাই করতে বা Phd আবেদন করতে Certified ডকুমেন্টস লাগে। অনেকেই দেশ থেকে করে নিয়ে আসেন। এইখানে নোটারী করা খুব কষ্টসাধ্য কাজ নয়। এখানে সাধারণত তারাই নোটারী সীল দিতে পারেন যাদের সেই পারমিশন আছে। এদের কে এখানে বলে Notar. আমি গুগলে আমার শহরে কতোজন Notar আছেন তা লিখে সার্চ দিই এবং একটা লিস্ট পাই। সেখান থেকে একজনের কাছে ফোন করে আগে থেকে টারমিন নিয়ে নির্ধারিত সময়ে অরিজিনাল কপি এবং ফটোকপি নিয়ে যাই। জেমস ক্লিপ দিয়ে সেট করে ফেলি এবং পরেরদিন আমাকে কল করলো যে নোটারী হয়ে গেছে। প্রতি সেট ১৪ ইউরো। ১ সেট এর মধ্যেই যাবতীয় সব সার্টিফিকেট ছিলো। তবে Notar কে কল করে অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে তিনি ইংলিশ ডকুমেন্টস নোটারী করেন কিনা। অনেকে আবার শুধু জার্মান কপি নোটারী করেন।
আরেকটা ব্যপার হচ্ছে, আপনার কোর্স কোর্ডিনেটরকে জিজ্ঞেস করতে পারেন আপনার ইউনিভার্সিটিতে কেও নোটারী করার জন্য Allowed কি না। সেক্ষেত্রে ফ্রি সার্ভিস পেতে পারেন।


