

লিখেছেন নজরুল শান্ত
জার্মানিতে উচ্চশিক্ষা ফ্রি হলেও অনেকে স্কলারশিপ নিয়ে জানতে চায় । হাতে গুনা কিছু স্কলারশিপ থাকলেও সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ডাড এবং এরাসমুস + স্কলারশিপ । ইউরোপে এরাসমুস+ স্কলারশিপে স্পেনের পরেই ২ য় সর্বোচ্চ স্টুডেন্ট আসে জার্মানিতে যার সংখ্যা ২০১৬-২০১৭ সেশনে ছিলো ৩৪৪৯৭ জন । যা ২০১৯-২০২০ সেশনে বেড়ে দাড়িয়েছে ৩৭৫০০+ জনে । সাইন্স এবং মানবিকের লিমিটেড কিছু সাবজেক্টের উপর এ স্কলারশিপ দেওয়া হলেও , কমার্সের স্টুডেন্টদের জন্য এর আন্ডারে খুব কম সাবজেক্ট চালু আছে। নিচের লিংকে গিয়ে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে সাবজেক্ট এবং এর রিকুইয়েরমেন্ট খুঁজতে পারেন ।