

লিখেছেন মঈন রহমান
গ্রুপে যারা নতুন তাদের জন্য
অনেকে গ্রুপে এসেই জানতে চাই কিভাবে জার্মানী তে যেতে পারবো, প্রসেস টা কি?খুবই সংক্ষিপ্ত একটা প্রশ্ন। কিন্তু উত্তরটা সংক্ষিপ্ত করে দেয়া সম্ভব না। বাহিরে স্টাডি করতে যাওয়া একটা লম্বা পথ, এর জন্য প্রয়োজন "ধৈর্য "। আমি খুবই কম জানি, পড়াশুনার বাইরে আমার নলেজ খুবই কম। এক কথায় আমাকে " কূপমন্ডুক" বলতে পারেন.. 2017 তে যখন আমার বন্ধু আমাকে গ্রুপে অ্যাড করে দেয়, এর আগে পর্যন্ত জানতাম না, বাহিরে নিজে নিজে আবেদন করা যায় 😳.. বাহিরে পড়াশুনা করতে যাওয়া মানেই কোনো এজেন্সির কাছে যাওয়া, এজেন্সি বাহিরে পাঠায়,আর ielts এ 6.5 পাইলেই হয় cgpa কোনো ম্যাটার করেনা, এরকম একটা ধারণা ছিলো...আমি অনেক বেশি "introvert", গ্রুপে পোস্ট করবো, সবাই কি মনে করবে এই চিন্তায় প্রথম দুইটা পোস্ট আমার ওই বন্ধু কে দিয়ে তার একাউন্ট থেকে করাই 😜
# আমার সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো? গ্রুপে অ্যাড হওয়ার পর থেকেই দেখতাম সবাই Www.daad.de এর ওয়েবসাইট রেফার করে দিতো, কিন্তু আমি হলাম মহাজ্ঞানী,daad এ সার্চ করে কিছুই পাইতাম না.. অনেকদিন পর যেয়ে বুঝতে পারছি কিভাবে সার্চ করতে হয়..আমার মতোন যারা আছেন তাদের জন্য স্টেপ বাই স্টেপ screenshot (1-4 নাম্বার screenshot) দেয়া হলো 😀 # আমার প্রোফাইল এই, আমি কি এই প্রোফাইল দিয়ে অফার লেটার পাবো? মিলিয়ন ডলারের প্রশ্ন!! গ্রুপে এটাই ছিল আমার প্রথম পোস্ট ..জার্মানী তে cgpa সবথেকে বেশি ম্যাটার করে, যার যতো ভালো তার চান্স পাওয়ার সম্ভবনা তত বেশি... Cgpa 3+ থাকা ভালো,ielts 6-7 তবে কম cgpa নিয়ে হতাশ হওয়ার ও কিছু নাই। এই পর্যন্ত প্রাপ্ত তথ্য দিয়ে বলা যায় cgpa 2.6 দিয়ে অফার লেটার পেয়ে কয়েকজন জার্মানী তে আছেন, সো আপনার আশার প্রদীপ এখনো জ্বালিয়ে রাখুন😛 #ব্যাচেলর দের জন্য জার্মানী তে ব্যাচেলর এ যেতে হলে বাংলাদেশে ব্যাচেলর 1 ইয়ার / টোটাল ক্রেডিট এর 25 % credit complete করে আবেদন করতে হবে, ielts 6.5-7.. Scholarship সুবিধা নাই ব্যাচেলরে। # আমার কৌশল? আমি স্টেপ বাই স্টেপ চিন্তা করতে পছন্দ করি, আবেদন করার স্টেজ এ আমি কখনো চিন্তা করিনি plane এর টিকিট কিভাবে কাটবো। ধরুন, আমি সাবজেক্ট খুঁজে পেলাম, এখন পেমেন্ট কিভাবে করবো?? আমি গ্রুপের সার্চ অপশন এ যেয়ে ওইটা লিখে সার্চ করতাম, এই রিলেটেড সব পোস্ট চলে আসতো, সহজেই উত্তর পেয়ে যেতাম ( screenshot সহ দিলাম সার্চ কিভাবে করবেন 5-7 নাম্বার screenshot).. #শেষ কথা আপনি জার্মানী যেতে যা যা information লাগবে, জার্মানী যাওয়ার পর কি কি লাগবে, সবকিছুই পাবেন এইখানে। আপনাকে শুধু মাত্র জানার আগ্রহ টা থাকতে হবে।






