
জার্মানিতে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা প্রায় ১ লক্ষ্য ৩০ হাজার এবং মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। এই পরিস্থিতিতে গতকিছু দিন থেকে Robert Koch Institute (RKI) এর উদ্দ্যাগে করোনা প্রতিরোধে Corona Datenspende নামে বিনামুল্যে নতুন এপ্স আনা হয়েছে। আপনারা নিজেদের স্মার্ট ফোনে, স্মার্ট ঘড়ি বা ফিটনেস ব্রেন্ডে এই এপ্স দ্রুত ইন্সটল করতে ভুলবেন না। শুধু আপনি নিজে ইন্সটল করে বসে থাকবেন না, আপনার বন্ধু বান্ধুবী বা জার্মানিতে থাকা যে কাউকে ট্যাগ করে দিতে ভুলবেন না। এই গুরুত্বপূর্ণ এপ্স আপনার আশেপাশে কোন করোনা রুগি থাকলে বা আপনার কোন করোনা ভাইরাসের কোন উপশম দেখা গেলে আপনাকে এবং অথরিটিকে সতর্ক করে দিবে।তাছাড়া জার্মান স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে আপনার স্বাস্থ্যকেও এই এপ্সের মাধ্যমে আপাতত ট্র্যাক করা হবে। তাই এই এপ্স করোনা প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ। বিনামুল্যে ইন্সটল করা এই এপ্সের নাম Corona Datenspende

আমার লেখা, ছবি এবং তথ্যসূত্র (জার্মান ভাষায়) http://tiny.cc/jxvom
লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে