জার্মানিতে খুঁজছেন দেশি খাবার ?
লিখেছেন Shahab U Ahmed ____________________________ স্বদেশের খাবার বিদেশে বসে খেতে আজই চলে যেতে পারেন জার্মানির রাজধানী বার্লিনের বিখ্যাত "ভোজন বিলাস" নামক রেস্টুরেন্টে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশীদের দ্বারা পরিচালিত হচ্ছে এটি। আর খাবারও অনেক সুস্বাদু। যারা দেশি খাবার ভীষণ মিস করছেন, তৃপ্তি ভরে খেয়ে আসতে পারেন ভোজন বিলাস থেকে। মালিকের নাম মোহাম্মদ হানিফ। ঠিকানা: Goslarer Platz 5 10589 Berlin. টেলিফোন নম্বর: 03047594979 Facebook link:



