জার্মান বিজ্ঞানী Konrad Zuse বিশ্বের সর্ব প্রথম programmable কম্পিউটার ১৯৩৬ সাল থেকে ১৯৩৮ সালের মধ্যে তৈরি করেন। তিনি এর নাম দেন Z1। একেই বলা হয় বিশ্বের সর্ব প্রথম electro-mechanical binary programmable কম্পিউটার এবং সকল আধুনিক কম্পিউটারের জনক। বন্ধের পরে যখন সবকিছু আবার স্বাভাবিক হবে, তখন হাতে সময় থাকলে বার্লিনের Deutsches Technik Museum (German Museum of Technology, Berlin) থেকে বিশ্বের প্রথম কম্পিউটার দেখে আসতে পারেন।
লিঙ্ক http://sdtb.de/technikmuseum/ausstellungen/9




লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে