জার্মানির চ্যান্সেলর Angela Merkel আজকে প্রায় সাড়ে ১৫ বছর ধরে দেশ শাসন করে যাচ্ছে। পুরো দেশে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি তার কট্টর সমোলোচনাকারী মানুষের অভাব নেই। অথচ তার শাসন আমলে বাক স্বাধীনতার এতটুকু হস্তক্ষেপ করা হয়নি। আপনারা জেনে আশ্চর্য্য হবেন যে, এখানে তাকে নিয়ে সমালোচনা করে প্রকাশ্যে বিভিন্ন ব্যাঙ্গ করে মূর্তি, কার্টুন বা রাস্তায় তার বিরুদ্ধে পোস্টারিং করা অনেকটা কমন ব্যাপার। আপনারা মনে করতেই পারেন যে অনেক দেশেই এমন হয়, তাহলে আপনারা ভুল করছেন। তাকে নিয়ে জার্মানরা যে কতো কঠিন সমোলোচনা করতে পারে তার একটা আন্দাজ দেবার জন্য কিছু ফটো নমুনা হিসেবে তুলে ধরা হলো। আবার তাও হাজার হাজার মানুষের সামনে, এমনকি এতে তার সমর্থকরাও এতে বিনোদন নেয়। জার্মান সংবিধান অনুযায়ী এরা সবাই সুরক্ষিত। আমি জানি, কিছু ফটো শালীন নাও লাগতে পারে, কিন্তু ব্যবহার করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন প্রকাশ্য সমালোচনা কতো কট্টর হতে পারে। সুন্দর, মজার কিন্তু শালীন কমেন্ট আশা করছি।








লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে