
বাংলাদেশ থেকে যারা জার্মানিতে সরাসরি অভিজ্ঞতা দিয়ে চাকরি নিয়ে আসতে চান অথবা জার্মানিতে যারা পড়াশুনা শেষে প্রফেশনাল চাকরি করতে চান কিংবা যারা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ বা পার্ট টাইম চাকরি খুঁজছেন তাদের জন্য জার্মানির সকল বিখ্যাত চাকরীর পোর্টালের তথ্য এক জায়গাতে দেয়া হল, যা সবসময় কাজে দিবে।
১। https://jobs.thelocal.de/ জার্মানির সব চাইতে বড় English স্পিকিং চাকরী খুঁজার পোর্টাল। বলা যেতে পারে এই সাইট জার্মানিতে একমাত্র জব পোর্টাল যারা বিভিন্ন সেক্টরের শুধু English স্পিকিং জবের খবরের দিকে নজর দেয়। এই সাইটের মাধ্যমে আবেদন করে জার্মানিতে পড়ালেখা শেষ করে জার্মান না জেনে বা কম জেনে অনেকেই চাকরী বা ইন্টার্নশিপ পেয়েছে।
২। https://www.stepstone.de/en/ জার্মানির সর্ববৃহৎ জব পোর্টাল। এই সাইটে ইংরেজি বা জার্মান দুই ভাষাতেই চাকরি খুঁজা যায়। তাছাড়াও এখানে সকল সেক্টরের বিভিন্ন কোম্পানির চাকরি, ইন্টার্নশিপ বা পার্ট টাইম চাকরির ও খবর পাওয়া যায়।
৩। https://www.monster.de/en/?intcid=swoop_TopNav_English এই সাইট আগে জার্মানিতে চাকরি খুঁজার জন্য এক নম্বর থাকলেও এখন একটু নিচে নেমে এসেছে। তবে ইংরেজি ভাষার চাকরি পাবার জন্য এখনো এই সাইটের বেশ সুনাম আছে। তাদের চাকরির বিজ্ঞাপনের ডাটাবেজ জার্মানির অন্যতম বৃহত্তম। পুরো সাইটটিতে ইংরেজি বা জার্মান ভাষায় চাকরি খুঁজা যায়।
৪। https://jobs.meinestadt.de/ কেউ যদি নির্দিষ্ট কোন শহর অনুযায়ী (ধরলাম আমি ফ্রাঙ্কফ্রুট ছাড়া অন্য কোন শহরে যাবো না) চাকরি খুঁজে থাকেন তাহলে এই সাইট অদ্বিতীয়। এই সাইটে ফুল টাইম, পার্ট টাইম অথবা মিনি জবের সকল খবর শহর অনুযায়ী পাওয়া যাবে। তবে পুরো সাইটটি জার্মান ভাষায়।
৫। https://www.stellenanzeigen.de/ যদি কোন বিদেশী জার্মানিতে চাকরি খুঁজতে চায়, আর সে যদি মধ্যম মানের জার্মান বুঝে বা বলতে পারে, তাহলে এই সাইট অতুলনীয়। এই সাইটে চাকরির খবরের পাশাপাশি Employment Law (arbeitsrecht), চাকরির ইন্টার্ভিউয়ের টিপস সহ বিস্তারিত দেয়া আছে। তবে সাইটটি জার্মান ভাষায়।
৬। https://www.jobsterne.de/ সাইটটি হোটেল, রেস্টুরেন্ট বা ক্যাটারিং রিলেটেড চাকরি খুঁজার জন্য বিখ্যাত। এটি জার্মান ভাষায়।
এসব বিখ্যাত জব পোর্টালের বাহিরেও নতুন এসেই চাকরি খুঁজার মার্কেটে অল্পদিনে রীতিমত সাড়া ফেলে দিয়েছে এমন কয়েকটি সাইটের লিঙ্ক নিচে দেয়া হল। দুঃখের বিষয় নিচের সকল সাইটগুলি জার্মান ভাষায়। তবে বেসিক জার্মান জানলে কাঙ্ক্ষিত চাকরি এই সাইটগুলি দিয়ে পাওয়া যাবে (তাছাড়া গুগল ট্রান্সলেট তো আছেই)
৭। https://www.kalaydo.de/jobboerse/stellenangebote/
আশা করি আমার উপরে দেয়া জব পোর্টালগুলিতে লেগে থাকলে জার্মানিতে একদিন না একদিন আপনি চাকরি পাবেন। উপকার পেলে আমাদের এই BESSiG গ্রুপে আপনাকে ২০জন মেম্বারকে যোগ করিয়ে দেবার অনুরোধ রইলো। তাহলে চেষ্টাটা ভালো লাগবে।
লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে