
জার্মানির অদ্ভুত সংস্কৃতিঃ
ঢেকুর আমাদের দেশের খুব মামুলী একটা বিষয়, বিশেষ করে খাবার সময় বেশী আসে। আমাদের সংস্কৃতিতে সাধারণত ঢেকুর দেওয়া হয় খাবার পরে তৃপ্তির বহিঃপ্রকাশ হিসাবে। সেজন্য বাংলায় একটা কথাও আছে তৃপ্তির ঢেঁকুর। ঢেকুর দেওয়াকে আমরা তেমন কিছুই মনে করি না, তবে জার্মানিতে আপনি জার্মানদের সামনে ভুলেও কখনো তৃপ্তির ঢেকুর দিতে যাবেন না। একবার ভুলে ঢেকুর দিয়েছেন তো সর্বনাশ করেছেন। সাধারানত জার্মানরা ঢেকুর দেওয়াকে খুব ঘৃণার চোখে দেখে।
তবে আশার কথা হল আপনি জার্মানদের সামনে আপনার নাকের সর্দি পরিষ্কার করতে পারবেন, টিস্যু বা রূমাল দিয়ে। যেটা আমাদের দেশের সংস্কৃতিতে খুবই ঘৃণার এবং বিব্রতকর একটি ব্যাপার। আপনার যতোই সর্দি লাগুক না কেন আপনি সবার সামনে উচ্চরবে নাক পরিষ্কার করতে পারবেন কেউ তাতে কিছুই মনে করবে না।
লিখেছেন Moniruzzaman Robin