
জার্মানিতে লাইব্রেরী শুধু মাত্র পড়াশুনার জায়গা নয়, এখানে একে গড়ে তোলার চেষ্টা করা হয় ছাত্র ছাত্রীদের বিভিন্ন কার্যক্রমের কেন্দ্র বিন্দু হিসেবে গড়ে তুলতে | এখানে অনেক লাইব্রেরীকে এমন সুন্দরভাবে করে গড়ে তোলা হয়েছে, যাতে সেখানে যে কেউ এসে পড়াশুনার পাশাপাশি রিলাক্সবোধ করতে পারে। আবার লাইব্রেরীকে এমন সুন্দরভাবে সাজানো হয় যে, শুধুমাত্র লাইব্রেরী দেখতে এবং সেখানে পড়তে দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা আসে। এখানে সদ্য পাওয়া তথ্য অনুযায়ী জার্মানির সব চাইতে আকর্ষণীয় ৮ টি লাইব্রেরীকে তুলে ধরা হল। লাইব্রেরীগুলি এতই সুন্দর যে প্রতিটি লাইব্রেরী থেকে একটি করে ফটো দিলাম। যাচাই করে দেখুন আপনার পছন্দ কোনটি।
১। Wiblingen Monastery Library, Ulm
২। Stuttgart City Library
৩। Cottbus Library, Brandenburg University of Technology Cottbus (BTU)
৪। German National Library, Leipzig
৫। University Library Heidelberg
৬। Hamburg University Library
৭। Herzog August Library, Saxony’s Wolfenbüttel
৮। Jacob und Wilhelm Grimm Zentrum, Humboldt Universität zu Berlin








আমার লেখা, ছবি এবং তথ্যসূত্র https://tinyurl.com/rffkvxz
লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে