আমার মতে জার্মানদেরকে এক কথায় বলা যায় চকলেট নেশন। এখানে উঠতে বসতে, চলতে ফিরতে ছেলেমেয়েরা যে কি রকমের চকলেট খায়, তা না দেখলে বিশ্বাস করা যায় না। অফিসে বা ইউনিতে যদি কেউ কাউকে দাওয়াত দেয়, তাহলে অনেকটা কমন গিফট হিসেবে চকলেট থাকবেই। আর চকলেট যে কত রকমের হতে পারে, আর তার প্যাকেটগুলিও যে কতো সুন্দর হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আবার ক্ষেত্র বিশেষে এই চকলেটের দাম ১০০ ইউরো এর বেশি হতে পারে। জার্মানরা তাদের চকলেট নিয়ে খুব গর্ব করে। মনে হয় এর জন্য জার্মানিতে আছে বিশ্বের একমাত্র চকলেট নিয়ে মিউজিয়াম। আবার জার্মানিতেই হয় বিশ্বের অন্যতম বৃহত্তম চকোলেটের মেলা। প্রতি বছর ডিসেম্বরের প্রথম থেকে Tuebingen শহরে অনুষ্ঠিত হয জার্মানির সর্ববৃহৎ চকলেটের মেলা। জার্মানি বিভিন্ন শহরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুধু এই মেলা দেখার জন্য প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। যে কোনো চকোলেটপ্রেমি, বা যারা দেশে অল্প দামে দারুন সব চকোলেট পাঠাতে চান অথবা যারা বাংলাদেশে জার্মানি থেকে নিয়ে হাই কোয়ালিটির চকোলেট বিক্রি করার মতো ব্যবসা করার কথা ভাবছেন, তাদের সবার জন্য এই মেলা হতে পারে খুবই আকর্ষণীয়। আর Tuebingen শহর হিসেবেও খুবই দেখার মতো। এই বিখ্যাত মেলা সবার জন্য ফ্রি। মেলার ঠিকানা বা বিস্তারিত জানবেন তাদের অফিসিয়াল সাইট থেকে। লিংক https://www.chocolart.de/english-info/





ছবির সূত্র: ২০১৮ সালের মেলার অফিসিয়াল সাইট থেকে।
লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ থেকে করতে পারেন