
আমরা অনেকেই জানি না, বিশ্ববিখ্যাত ডিজনি স্টুডিও এর লোগো জার্মানির Neuschwanstein Castle নামে একটা প্রাসাদ থেকে অনুপ্রানিত হয়ে করা হয়েছে। আগে ডিজনি স্টুডিওয়ের লোগো ছিলো মেকি মাউস কেন্দ্রিক। পরে Walt Disney সাহেব এই Neuschwanstein Castle দেখার পরে এতোই অনুপ্রাণিত হয়েছিলেন যে, পরবর্তীতে নিজেদের মতো করে Disney বাস্তবে আমেরিকাতে প্রথম এমন ধরনের Cinderella castle বানায়। এরপরে এটি এতই বিখ্যাত হয় যে, Disney তাদের লোগো পরিবর্তন করে ফেলে। আপনাদের দেখার জন্য জার্মানির সেই বিখ্যাত Neuschwanstein castle এর ফটো, Disney এর Cinderella castle এবং লোগো দেয়া হলো। জার্মানিতে থাকলে করোনার বন্ধের পরে এই মনোরম জায়গায় ঘুরে আসতে ভুলবেন না।


লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে