লিখেছেন Iqbal tuhin

জার্মান রেসিডেন্স এক্ট এর বিভিন্ন ধারায় আমাদের জার্মানিতে স্বল্প বা দীঘ মেয়াদে বসবাসের অনুমতি দেওয়া হয়। নিন্মোক্ত দেওয়া জার্মান আইন মন্ত্রণালয়ের ওয়েব লিংকে পাবেন জার্মান রেসিডেন্স এক্ট এর ইংরেজি ভার্সন। আসুন দেখে নেওয়া যাক এই আইন অনুসারে আমাদের জন্য কি কি নিয়মকানুন আর সুযোগ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যেই দেশে থাকছেন বা আসবেন সেই দেশের আপনার সম্পর্কিত আইন-কানুন জেনে নেওয়া।
স্টুডেন্ট, একাডেমিশিয়ান, গবেষক, উদ্যোক্তা ও প্রফেশনালদের সাধারণত রেসিডেন্স এক্ট এর ১৬ থেকে ২১ সেকশন এর আওতায় রেসিডেন্স পারমিট দেওয়া হয়ে থাকে তাই এই সেকশন গুলো ভালো ভাবে দেখা উচিত! কারো বিভ্রান্তিমুলক কথাতে না পড়ে নিজেই দেখে নিন আইন কানুন কি বলছে। কারো বিভ্রান্তিমুলক কথাতে না পড়ে নিজেই দেখে নিন আইন কানুন কি বলছে।
তথ্যসূত্রঃ