লিখেছেন নুর মোহাম্মদ
এই করোনার বন্ধে জার্মানিতে প্রায় সব ব্যবসার ক্ষতি হলেও কিছু কিছু ব্যবসা অদ্ভুত কিছু করে লাভে লাভ করছে। তেমনি Dortmund শহরের এক বেকারি টয়লেট টিস্যুর মতো কেইক বানিয়ে এক চেটিয়া ব্যবসা করছে। প্রথমে দিনে তারা ৮ পিস টয়লেট টিস্যুর কেইক বানাতো, পরে তা ৮০ পরে, পরে ২০০, আরো পরে তা ৫০০, এখন দিনে ৮০০ পিস কেইক বিক্রি করছে। এমন কি ব্যবসা এতো বেড়েছে, ফুল প্রডাকশনেও কাজ করে নাকি কুলাতে পারছে না। এখন এটি ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে এই টয়লেট টিস্যুর কেইক ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আপনারা Dortmund এ কেউ থাকলে টয়লেট টিস্যু কেইক খেয়ে আসতে পারেন।


