

লিখেছেন Shahab U Ahmed
আই.ই.এল.টি.এস এমন এক পরীক্ষা যার উপর আপনার ভবিষ্যৎ জীবন, ক্যারিয়ার নির্ভর করে। আর তাই এই পরীক্ষায় ভালো করতে হলে অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইন কোচিং অনেক বেশি কার্যকরী উপায়। চলুন দেখা যাক ঢাকায় কোথায় এই কোচিং করা যায়: ইংরেজি ভাষার দক্ষতা কিছুটা কম থাকলে, নিম্নুক্ত কোচিং সেন্টার ভালো অপসন হবে; কারণ এরা সরাসরি IELTS এর কন্টেন্টস শিখানোর পূর্বে বেসিক অনেক আইডিয়া শেয়ার করে > ১. ফাস্ট ফরওয়ার্ড (Fast Forward), ২. সাইফুরস ( Saifur's) এবং ৩. আই ই এল টি এস স্পিরিট ( IELTS Spirit)। ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকলে, নিচে দেয়া কোচিং সেন্টার গুলোতেতে ভর্তি হতে পারেন। এগুলোতে সাধারণত সরাসরি IELTS এর চারটা মডিউল নিয়ে আলোচনা, মক টেস্ট নেয়া হয়ে থাকে > ১. ব্রিটিশ কাউন্সিল (British Council), ২. মেন্টর্স (Mentor's), ৩. সেন্ট জোন্স টিউটোরিয়াল (St john's tutorial) এবং ৪. উইংস লার্নিং সেন্টার (Wings Learning Centre)
৫। Shafin's
৬। GREC coaching IELTS পরীক্ষা প্রস্তুতিতে সবচেয়ে কার্যকরী হবে কোচিং এর পাশাপাশি নিজে অনেক বেশি প্র্যাক্টিস করা। সবার জন্য শুভ কামনা।