
লিখেছেন ইকবাল তুহিন

দীর্ঘ মেয়াদী ভিসার জন্য স্পন্সরের বিস্তারিত পাবেন নীচের ইমেজে। দীর্ঘ মেয়াদি ভিসার মধ্যে স্টুডেন্ট ভিসাও পড়ে। এই ডকুমেন্ট বার্লিনের হলেও মোটামুটি সব শহরেই একই রকম বা কাছাকাছি নিয়ম প্রযোজ্য। জার্মানিতে বৈধভাবে বসবাসরত ও আর্থিকভাবে যথেষ্ট সাবলম্বী হলেই কেবল তিনি কাউকে স্পনসর করতে পারবেন। এই আইন যেকোনো সময় পরিবর্তন হতে পারে তাই সর্বশেষ নিয়মাবলী স্পন্সর কারীর তার বসবাসরত সিটি কাউন্সিলে গিয়ে জানতে হবে! আরো বিস্তারিত ফাইলে দেখুন আর প্রশ্ন করার আগে নিজস্ব রিসার্স করুন।
যাকে স্পন্সর করা হল সে আইনত তার অধিকার দাবী করতে পারে তাই এটাকে শুধুমাত্র একটি ডকুমেন্ট ভাবা খুবই বোকামি। তবে স্পন্সরকারীকে মনে রাখতে হবে স্পন্সরের মাধ্যমে তিনি শুধু আর্থিক নয় অনেক ক্ষেত্রে যাকে স্পন্সর করা হল তার আইন বহিৰ্ভূত কাজের জন্য হয়ত জবাব দিতে হতে পারে! স্পন্সরশীপ একটু আইনভুক্ত চুক্তি মত তাই কোন ঝামেলা বা কোন সমস্যা হলে তার জবাব তাকে দিতে হবে!
তথ্যসূত্রঃ https://service.berlin.de/dienstleistung/326540/en/



