
স্নায়ু যুদ্ধের সময় জার্মানি ছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে প্রতিযোগিতার একেবারে মাঝে। সোভিয়েত ইউনিয়ন যখন ১৯৬১ সালে বার্লিন ওয়াল তৈরি শুরু করেছিলো, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তখনকার সময়ে জার্মানিতে থাকা তাদের সকল স্পাই এবং চাকরিজীবীদেরকে জার্মান ভাষা শিখানো বাধ্যতামূলক করেছিলো। তখন আমেরিকার তৈরি করা অনেকগুলো টেকনিক দিয়ে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সহজে জার্মান ভাষা শিখাবার জন্য সিক্রেট বই বানানো হয়েছিলো। ঐ বইতে আমেরিকা নিজেদের মতো করে, তাদের গবেষকদের দিয়ে ইংরেজিকে মাধ্যম হিসেবে ব্যবহার করে জার্মান ভাষা শিখানোর অনেকগুলো টেকনিক আবিস্কার করে। ঐ বই এতই ভালো ছিল যে, বলা হয় শুধু ওই বই ফলো করলে নিজে নিজে এখনকার জার্মান ভাষা বি ১ পর্যন্ত শেষ হয়ে যাবে। বইগুলো (মোট দুইটা ভলিউম) অর্জিনালি একটা ১৯৬১ সালের এবং আরেকটা ১৯৬৫ সালের করা। পরে বার্লিন ওয়াল পতনের পরে যখন বইগুলো আমেরিকার ষ্টেট ডিপার্টমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলো, তখন জার্মানিতে এটা ব্যাপক সাড়া পড়েছিলো। কারন এই বইয়ের ভাষা শিখানোর টেকনিক এতই চমতকার ছিল যে, পরবর্তীতে জার্মানির সকল ভাষা ইন্সটিটিউটগুলি জার্মান ভাষা শিখাবার জন্য এই বইয়ের টেকনিকগুলি ফলো করা শুরু করে। আর এখনও জার্মানির প্রায় সকল ভাষা শিখাবার বইগুলি এই বইয়ের গ্রামার শিখাবার টেকনিক থেকে প্রায় সব কিছু অনুসরণ করে। আমি নিজে এই বই পড়ে খুবই খুশি। নিজে নিজে জার্মান শিক্ষার জন্য আপনাদের এর চাইতে ভালো বই হতেই পারে না। তবে এখানকার জার্মান ভাষা শিক্ষার বইগুলির সাথে আমেরিকার ওই বইয়ের পার্থক্য হলো, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ওই বইগুলোতে সকল এক্সপ্লেনেশন ইংরেজিতে ভালোভাবে দেয়া হয়েছে। এখনকার জার্মান ভাষার বইগুলিতে ইংরেজিতে কোন কিছু ভালভাবে বুঝিয়ে দেয়া হয় না। কিন্তু এই বই ফলো করলে বুঝার জন্য আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে না। যদি কেউ মনে করেন এই ভাষা শিখার বই অনেক আগের, তাহলে ভুল করবেন। ভাষার কোন পরিবর্তন হয়নি। আর যারা অন্যান্য জার্মান ভাষার বই আগে ফলো করেছেন, তারা এই বই পড়লেই বুজতে পারবেন এই বই সহজে ভাষা শিখার জন্য কতো উঁচু মানের। এই বই সত্যিকারের এক রেয়ার কালেকশন। কোন বইয়ের দোকানে পাবেন না।


বইগুলো (মোট দুইটা ভলিউম) ডাউনলোডের লিঙ্ক ১ নং (মেগা ড্রাইভ) https://bit.ly/354pkMg একই জিনিস যদি আগের লিঙ্কে ডাউনলোড না হয় তাহলে ডাউনলোডের ২য় লিঙ্ক (ওয়ান ড্রাইভ) http://tiny.cc/kycpnz
আপনার উপকারে লাগলে আমাদের গ্রুপে ২০ জন মেম্বার যোগ করে দিবেন। অনেক ডাউনলোড একসাথে হলে সাময়িক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু অপেক্ষা করে রিফ্রেশ করে আবার ডাউনলোডের চেষ্টা করবেন। আপনি উপকার পেলে আমাদের এই BESSiG গ্রুপে আপনাকে ২০জন মেম্বারকে যোগ করিয়ে দেবার অনুরোধ রইলো।
লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে