লিখেছেন Shahab U Ahmed
বাংলাদেশে আমরা অনেকেই হয়তো ভাবছি, উন্নত দেশগুলোতে সবাই খুব ধনী, লাইফস্টাইল ও খুব উন্নত ইত্যাদি ইত্যাদি। কথাটি অনেকাংশেই সত্য হলেও পাশ্চাত্যের সমাজ-সংস্কৃতির অন্য দিকও আছে। এখানেও আছে অনেক ´´দিন আনে দিন খায়´´ টাইপের মানুষজন। এর মধ্যে ভিক্ষুক শ্রেণীই প্রধান। জার্মানির অনেক রেলস্টেশনে আর অন্যান্য পাবলিক প্লেসে দেখা মেলে এই কিসিমের লোকজনের। ওরা বিদেশী কিংবা জার্মান সবার কাছেই ভিক্ষা চায়। কেউ গান গেয়ে ইউরো চায় আর কেউবা হাতে থালা হাতে সাহায্য চায়। তবে মূলত ওরা খুব কমই আয় রোজগার করে। মজার ব্যাপার হচ্ছে, ভিক্ষুক শ্রেণীর লোকজন মূলত বিয়ারের টাকা উপার্জনের জন্যই এই পেশায় আসে। সরকার কর্তৃক প্রায় সবাই কিছু ভাতা পায়। কিন্তু বিয়ার কিংবা ওয়াইন পান করার নেশায় অনেক টাকার প্রয়োজন বলেই ভিক্ষার কাজে চলে আসে এরা। এরকমই ভিক্ষুকদের দেখা মিললো নর্থ রাইন ওয়েস্টফালেন (North Rhein Westfallen) রাজ্যের ক্রেফেল্ড (Krefeld) শহরের রেল স্টেশনে। সময় তখন রাত ১০.৩০। একজন সামনে মগ নিয়ে বসে আছে,আর কয়েকজন শীতের রাতে গায়ে কম্বল জড়িয়ে গভীর ঘুমে মগ্ন !



এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ থেকে করতে পারেন