MBA যেকোনো দেশে জব পাবার ক্ষেত্রে আলাদা সুবিধা দেয় সেই বিষয়ে আমরা সবাই অবগত আছি। আমাদের গ্রুপে এমবিএ নিয়ে অনেক প্রশ্ন দেখতে পেয়েছি। আসলে জার্মানিতে এমবিএ করাটা খুবই ব্যয়বহুল। ফ্রি তে এমবিএ করায় এমন বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি অনেক খুঁজাখুঁজি করে TU Bergakademie Freiberg এ MBA International Business in Developing and Emerging Markets পেয়েছি। বিশ্ববিদ্যালয়টিতে বেশ কিছু ইংলিশ কোর্স আছে। বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের বেশ ভাল মানের কিছু কোর্স আছে।
বিশ্ববিদ্যালয়ের লিঙ্কঃ http://tu-freiberg.de/en
©️লেখার মেধাস্বত্ব শুধুমাত্র লেখক জামান এর জন্য সংরক্ষিত
