জার্মানিতে নতুন আনকমন একটা ভিক্ষার উপায় হলো বিভিন্ন দেশের পতাকা একে সেদেশের মানুষদের কাছে ভিক্ষা খুঁজা। সেখানে এক গরিব মানুষের মতে বাংলাদেশি মানুষ হলো সব চাইতে দয়ালু। সে আগে বাংলাদেশ ছাড়া অন্য বিভিন্ন দেশের পতাকা এঁকে ভিক্ষা করতো। কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশি মানুষেরা তাকে বাংলাদেশের পতাকা নেই কেন প্রায় জিজ্ঞেস করতো। তারপরে সে রীতিমতো বাংলাদেশ নিয়ে রিসার্চ করে তার পতাকা আঁকে। এতে তার ভিক্ষার পরিমান এতই বেড়ে যায় যে সে কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশের পতাকা রীতিমত সবার উপরে স্থান দিয়েছে। এমনকি তার সাথে দেখা হবার আগে সেদিন বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা অলরেডি কিছু টাকা পয়সাও দিয়ে গিয়েছে। তার মতে বাংলাদেশিদের মতো দয়ালু মানুষ হয় না। রাজনৈতিক কোনো সমস্যা না থাকলে আমাদের দেশ একদিন বিশ্ব সেরা হবেই। এক বিদেশি ফকির থেকে দেশের এমন সুনাম শুনতে পেরে নিজেকে গর্বিত মনে হলো। Bangladesh go head.


লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ থেকে করতে পারেন