Carnival of Cultures, Experience Berlin’s most colourful side
গত ৭ তারিখ থেকে শুরু হয়েছে বার্লিনের ঐতিহ্যবাহী কার্নিভাল অফ কালচার। আগামীকাল রবিবার হচ্ছে কার্নিভালের মূল আকর্ষণ স্টিট প্যারেড। দুপুর ১২:৩০ টায় Yorckstraße থেকে স্টিট প্যারেড শুরু হয়ে শেষ হবে ২১:০০ টায় Hermannplatz এ। স্ট্রিট প্যারেডে বার্লিনে বসবাকারী সকল জাতিসত্বা মানুষ তাদের সংস্কৃতিকে তুলে ধরে সর্বোচ্চ দিয়ে। বার্লিনের বাংলাদেশিদের পক্ষ থেকে প্রতিবছর থাকে বাংলাদেশেরও অংশগ্রহণ। ৪ হাজার শিল্পী আর ৫ লক্ষ লোকের অংশগ্রহণ থাকে এই ঐতিহ্যবাহী কার্নিভালে। তাই বার্লিনে এই কার্নিভাল মিস করা কোন ভাবেই ঠিক হবেনা।




ছবি অনলাইন থেকে সংগ্রহীত
লিখেছেন Iqbal Tuhin