

লিখেছেন মাহমুদ এম.এজাজ
আসসালামু আলাইকুম । শুভেচ্ছা রইল । জার্মান এ্যাম্বাসীতে ভিসা ইন্টারভিউ দেয়ার আবেদন ফর্মে আপনাকে জার্মান বাসার ঠিকানা লিখতে হয় কিন্তু অধিকাংশ থেকে এই ঠিকানা লেখা সম্ভব হয়ে ওঠে না, সে ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি/ হকসুলের ঠিকানা আবেদন ফর্মে লিখে দেই । কারন বাংলাদেশে বসে জার্মানী বাসা খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য । তাহলে উপায় কি ?
কষ্টসাধ্য বলে হাল ছেড়ে দিলে কিছুই পাওয়া যাবে না। জার্মানীতে বাসা খোঁজার সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে “Wggesucht.de” ওয়েবসাইট । আপনাকে প্রথমে https://www.wg-gesucht.de/en/ ওয়েবসাইটে রেজিষটশন করতে হবে । তারপর আপনি আপনার নামে একটা বিজ্ঞাপন দিন । নিজের সম্পর্কে ও কেন বাসা খুঁজছেন , সে বিষয়ে বিস্তারিত লিখুন । পরিশেষে নিজের সম্পর্কে ২/৩ টা নীতিকথা লিখুন । আশা করা যাই , কেউ আপনাকে রিপ্লাই দিবে । এছাড়া অন্য উপায় হচ্ছে , আপনি লগইন করে আপনি যে শহরে যে লোকেশনে বাসা চাইছেন , সে লোকেশনের আশেপাশে অনেকে ভাড়াটিয়া খুঁজছে , এমন বিজ্ঞাপন দিয়েছে । আপনি তাদের বিজ্ঞাপনগুলো দেখতে পারেন । টার্মস ও কন্ডিশন দেখে যদি ভাল মনে হয়, তাহলে ল্যানড লর্ড ( landlord) কে ম্যাসেজ দিতে পারেন । প্রশ্ন করতে পারেন , প্রতি উওর পাবার সম্ভাবনা কেমন ? আমি ঠিক করে বলতে পারব না কেমন রেশিও । তবে ১০০ টা ম্যাসেজ করলে আপনি ১৮/২০ টা প্রতিউওর পাবেন । শহর ভেদে ট কখনও কখনও এই সংখ্যা একটু বেশিও হতে পারে। বিজ্ঞাপন ও ম্যাসেজে উভয় ক্ষেত্রে জার্মান ভাষা ব্যবহার করুন । যদি একান্তই কিছু ম্যানেজ করতে না পারেন, আমার পরামর্শ হচ্ছে ইউনিভার্সিটি / হকসুলে ইন্টারন্যাশনাল অফিসের সাথে যোগাযোগ করুন । তাদেরকে নিজের অসহায়ত্ব অবস্হার কথা জানান । তারা একটা উপায় বলে দিবে বা তারা আপনাকে কোথাও রেফার করবে ।
এছাড়া আরও কিছু মাধ্যম আছে , যেমন Ebaykleinanzeigen, ঐ শহরের বাসা খোঁজার বিভিন্ন ফেসবুক গ্রুপ , Immobilianscout24 .
আর জার্মানরা কেন ভাড়াটিয়া হিসাবে এশিয়ানদের অপছন্দ করেন ? কারন একটাই এরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে । সুতরাং নিজের এমন ভালগুন 😡 থাকলে পাল্টে ফেলুন ।
অনেকে বলে থাকেন , পূর্বে জার্মানীতে আছেন এমন অন্য বাংলাদেশীদের সাথে থাকলে কেমন হয় ? আমি বলব , অবশ্যই ভাল হবে । তবে বেশিরভাগ ক্ষেত্রে (!) এই সুন্দর সম্পর্কগুলো কিছুদিন পরে “চিড়” ধরে যাই, যারা নতুন জার্মানীতে আসেন , অনেক ক্ষেত্রে সিনিয়রের প্রতি শ্রদ্ধার জায়গাটা নষ্ট করে ফেলেন ...... । আর অন্য এশিয়ান যেমন ইন্ডিয়ান বা পাকিস্তানিরা কেমন হবে ? আমি বলব , এরা আপনার উপর পন্ডিতি দেখাবে ; বিশেষত ইন্ডিয়ানদের থেকে দূরে থাকুন । সবচেয়ে ভাল সমাধান , স্টুডেন্ট ডোরম ( Student dorm/ wohnheim) সিট খুঁজুন । সব কিছু ব্যক্তিগত থাকবে ।
এছাড়া প্রতিবেশী হিসাবে ইউরোপিয়ানরা খুবই ভাল । কোন ঝামেলাতে যাই না ।
সবার জন্য শুভ কামনা রইল।