Bauhaus-Universität Weimar মূলত সিভিল ইঞ্জিনিয়ার, মিডিয়া ও আর্কিটেকচার স্টুডেন্টদের জন্য ভাল একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রথমে শুরু হয়েছিল শুধুমাত্র আর্কিটেকচার নিয়ে। তখন নাম ছিল একাডেমী অফ আর্কিটেকচার অ্যান্ড ফাইন আর্টস। ১৯৫৪ সাল থেকে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যোগ করে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় Hochschule für Architektur und Bauwesen Weimar। ১৯৯০/৯১ সালে আরও অনেক গুলো কোর্স সংযুক্ত করা হয়। ১৯৯৫/৯৬ সালে বিশ্ববিদ্যালয়টি ঢেলে সাজানো হয় এবং নামকরণ করা হয় Bauhaus-Universität Weimar। ২০০১ সাল থেকে বিশ্ববিদ্যালয়টিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তি কার্যক্রম শুরু হয়। ২০০৩ সালে ফ্যাকাল্টি অফ মিডিয়া চালু করা হয়। টিউশন ফি বিহীন এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ও মাস্টার্সের জন্য আবেদন করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ https://www.uni-weimar.de/de/universitaet/start/
লেখকঃ জামান
