জার্মানিতে যে সব বাংলাদেশীরা থাকেন তাদের জন্য ব্যবসা করার বড় সুযোগ। জার্মানিতে থাকা বাংলাদেশীদের প্রায় সবার কারো না কারো আত্মীয় গার্মেন্টসের ব্যবসাতে জড়িত আছেন। Frankfurt Messe তে আজ ১৪ তারিখ থেকে আগামী ১৭ তারিখ পর্যন্ত সম্মিলিতভাবে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম Techtextil এবং Texprocess মেলা। এটি প্রতি দুই বছরে হয়ে থাকে। এই মেলাতে গার্মেন্টসের বিভিন্ন machinery, accessories, fibers, yarns, fabrics, nonwovens, fabrics রিলেটেড যে সব কোম্পানি টেকনোলজি বা মেশিনারি বানিয়ে থাকে এমন ৫০টি দেশ থেকে প্রায় তিন হাজার কোম্পানি অংশ গ্রহন করছে। এখানে অংশগ্রহণ করা প্রায় তিন হাজার কোম্পানির বেশিরভাগেরই বাংলাদেশে কোন রিপ্রেজেন্টেটিভ নেই। বাংলাদেশীরা মেলাতে অংশগ্রহণ করে যেভাবে লাভবান হতে পারে, যেমন
১। বিভিন্ন কোম্পানির কন্টাক্ট ডিটেলস নিয়ে তাদের মেশিনারিগুলির বিস্তারিত ব্রশিয়ার নিয়ে রাখতে পারেন। তাহলে বিভিন্ন গার্মেন্টসের সাথে যোগাযোগ করে তাদের পছন্দের মেশিনারি পরে সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন। ২। বিদেশী কোম্পানির বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হওয়ার চেষ্টা করতে পারেন। তাতে ঐ কোম্পানির যে কোন মেশিনারি বাংলাদেশে বিক্রির ব্যবস্থা করতে পারেন। ৩। এখন অংশগ্রহণ করে সব বিস্তারিত নিয়ে রাখলে পরে যে কোন সময় কাজে লাগতে পারে। কারন এমন মেলা মাত্র দুই বছরে একবার হয়।
আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা ছাত্র জার্মানিতে তারা কখনো সেখানে বলবেন না আপনি পড়া লেখা করছেন। বলবেন ব্যবসা করতেছেন। এটাতে কোম্পানিরা আপনাকে গুরুত্ব দিবে। আর ভিজিটিং কার্ড খুঁজলে বলবেন শেষ হয়ে গেছে, সরি। তারপরে নিজের যোগাযোগের বিস্তারিত লিখে দিবেন এবং তার কার্ড আপনি সযত্নে রেখে দিবেন।
মেলাতে ঢুকতে টিকেট আছে, তবে স্টুডেন্টদের টিকেটে প্রায় ৫০% ছাড়। তাই দেরি না করে মেলা শেষ হয়ে যাবার আগে যেতে ভুলবেন না। মেলার বিস্তারিত পাবেন এই অফিশিয়াল লিঙ্কে https://texprocess.messefrankfurt.com/frankfurt/en.html
YouTube এ থাকা মেলার অফিশিয়াল ভিডিও এর লিঙ্ক https://www.youtube.com/watch?v=w6dYeS61Wnw
আপনার পরিচিত কেউ জার্মানিতে থাকলে তাকে জানান বা ট্যাগ করতে পারেন।

লিখেছেন Nur Mohammad এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ থেকে করতে পারেন