
জার্মান ব্যক্তি Frank Dose যিনি Schleswig-Holstein নামক শহরে থাকেন, সম্পূর্ণ ফেলে দেয়া মেটাল দিয়ে নিজে নিজে বিশ্বের সবচাইতে ভারী বাই সাইকেল তৈরি করেছে। এই সাইকেলের ওজন প্রায় ১০০০ কেজি বা এক টন। সে নিজেই সবার সামনে এই সাইকেল চালাবার কারনে এখন থেকে বিশ্বের সব চাইতে ভারী সাইকেল চালাবার বিশ্ব রেকর্ডটি তার হাতের মুঠোয়ে। এই রেকর্ড উপলক্ষ্যে Schleswig-Holstein এর মতো ছোট গ্রা্ম উৎসবে পরিণত হয়। তাকে নিয়ে ইংরেজী অরজিনাল প্রতিবেদনের লিঙ্ক https://bit.ly/2VRk34O
যদি কেউ আমাদের অফিশিয়াল চ্যানেলে এই বিশ্ব রেকর্ডের ভিডিও দেখতে চান তাহলে এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারেন https://youtu.be/RmuV_E-R38w


আমাদের অফিশিয়াল পেইজ https://www.facebook.com/bsfg.pro/ আমাদের অফিশিয়াল গ্রুপ https://www.facebook.com/groups/bsfg.pro/
লিখেছেন Nur Mohammad এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ থেকে করতে পারেন।