লিখেছেন Moniruzzaman Robin

আমার সামনে সবুজ রঙের যে ড্রামটি দেখছেন সেটি মূলত বৃষ্টির পানি ধরে রাখার জন্য ব্যাবহার করা হয়। সাধারনত জার্মানরা বৃষ্টির পানি সংগ্রহ করে রাখার জন্য এই ধরনের ড্রাম ব্যাবহার করে থাকে। ড্রামটি ছাদ থেকে নেমে আসা পাইপের সাথে সংযুক্ত, আর সংযুক্ত পাইপটির সাথে পুরো ছাঁদের চারপাশে বসিয়ে দেওয়া পাইপের সাথে যুক্ত করা আছে। তাই ড্রাম ব্যাতীত পানি অন্যত্র পরে যাওয়ার সম্ভবনা নেই বললেই চলে।
আর এই বৃষ্টির পানি জার্মানরা (সব্জির আর ফুলের) বাগানে ব্যবহার করে থাকে। জার্মানীতে সাপ্লাইয়ের পানি কখনো শেষ হতে দেখিনি, কিন্তু তারপরেও জার্মানরা বাগানে বৃষ্টির পানি ব্যবহার করে থাকে। এতে করে সাপ্লাইয়ের পানির উপর চাপ কমে আর মাস শেষে পানির বিলও কমে আসে। ছবিতে দেখুনঃ আমি নিজেও জার্মানীতে থাকা আমার সব্জির বাগানে এভাবে বৃষ্টির পানি ব্যবহার করতাম।
ইদানিং বাংলাদেশে ছাদবাগান খুব জনপ্ৰিয় হচ্ছে। আপনারা যারা বাংলাদেশে ছাদবাগান করছেন, ইচ্ছা করলে আপনারা এভাবে বৃষ্টির পানি সংগ্রহ করে বাগানে ব্যবহার করতে পারেন। এতে করে সাপ্লাইয়ের পানির উপর চাপও কমে আসবে। তবে লক্ষনীয় বিষয় হলো বাংলাদেশে যেহেতু মশার উপদ্রুপ বেশী, তাই এই পানি দুই তিন দিনের বেশী জমিয়ে না রাখাই ভালো।