লিখেছেনঃ ওসমান গনি
এই পোষ্টে আমার প্রোফাইল, ভার্সিটি এবং আবেদন থেকে শুরু করে ভিসা প্রাপ্তির সম্পূর্ণ টাইমলাইন উল্লেখ করলাম যাতে পরবর্তী আবেদনকারী একটা ধারনা পেতে পারে।
প্রোফাইলঃ
Bachelor of Pharmacy (International Islamic University Chittagong)
CGPA: 3.67
IELTS: 6.5
Job Experience: 6 Months
HSC GPA: 4.70
SSC GPA: 5.00
ভবিষ্যত ভার্সিটিঃ
Name: University of Bonn-Rhein-Sieg
Subject: MSc in Biomedical Science
H-BRS তে যাচ্ছেন এমন কোন ভাইয়া এবং আপু থাকলে দয়া করে যোগাযোগ করবেন।
আবেদনের সময়সূচিঃ
ভার্সিটিতে আবেদনঃ ২৩-০২-২০১৯
আবেদনের ডেডলাইনঃ ০১-০৩-২০১৯
এডমিশন অফার প্রাপ্তিঃ ১৩-০৩-২০১৯
ডকুমেন্ট প্রদানঃ ১৯-০৩-২০১৯
অফিসিয়াল এডমিশন লেটার প্রাপ্তিঃ ২২-০৩-২০১৯
ভিসা ইন্টারভিউ স্লট বুকিংঃ ২৭-০৪-২০১৯
ব্লক একাউন্ট ওপেনঃ ১৪-১১-২০১৮
ব্লক একাউন্ট ওপেন কনফার্মেশনঃ ১৯-১১-২০১৮ ( শখের বশে একাউন্ট অনেক আগেই খুলে রেখেছিলাম )
স্টুডেন্ট ফাইল ওপেনঃ ০২-০৫-২০১৯
ব্লকের টাকা ট্রান্সফারঃ ২১-০৫-২০১৯
ব্লক কনফার্মেশনঃ ২২-০৫-২০১৯
ট্রাভেল হেল্থ ইনস্যুরেন্সঃ ২৩-০৫-২০১৯
বায়মেট্রিক ছবি উত্তোলনঃ ১০-০৬-২০১৯
হোটেল বুকিংঃ ২৮-০৪-২০১৯
ভিসা ইন্টারভিউঃ ১৭-০৬-২০১৯
পাসপোর্ট কালেকশন ইমেইলঃ ১৪-০৭-২০১৯
পাসপোর্ট কালেকশনঃ ১৫-০৭-২০১৯
ভিসা ইন্টারভিউঃ
Which university
Which subject
HSC year with GPA
Bachelor year with CGPA
IELTS score
Did you apply any other universities
How you manage your accommodation
Future plan
Your sisters and brothers
ভিসা ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, আমার মতে এইটা শুধুমাএ একটা কনভারসেশন। তবে কনফিডেন্ট থাকাটা প্রয়োজন খুব। আর হ্যাঁ এইখানে ঠিক ঘাবড়ানের মতো একটাই জিনিস আছে, আর তা হচ্ছে টেনশন যা আমাকে আসলেই অনেক প্যারা দিয়েছে ।তাই বলছি আমার মতো টেনশন করে শুধু শুধু সময়ের অপচয় করবেন না।
আমার কাছে জার্মানি আসার মূলমন্ত্র মনে হয় একমাএই ইচ্ছেশক্তি যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিবে। আল্লাহর উপর ভরসা রাখুন, সফলতা আসবেই ইনশাল্লাহ।
সকলের দোয়াপ্রার্থী............ <3
