
গ্রুপে প্রায় সময় প্রশ্ন আসে মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে কিভাবে আবেদন করা যায় বা স্যাম্পল কেমন হবে এমন ধরনের। গত কয়েকদিন ধরে গ্রুপে ক্লিয়ার করা হয়েছে মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে আপনি জার্মানির অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। কিন্তু ভিসা ইন্টারভিউয়ের আগে আপনার হাতে IELTS সার্টিফিকেট থাকা জরুরি। আমার মতে, আপনার এডমিশন লেটার হাতে আসলে বা এডমিশনের পসিবিলিটি ভালো থাকলে IELTS পরীক্ষা দিয়ে ফেলা যায়। জার্মানির অনেক বিশ্ববিদ্যালয়ে মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে আবেদন করার জন্য অনেকেই গ্রুপে এমন সার্টিফিকেটের একটা স্যাম্পল চান। তাই আমি গ্রুপে একটা নয় চারটা ভিন্ন স্যাম্পল শেয়ার করলাম। যাদের থেকে নিয়ে স্যাম্পল এখানে শেয়ার করলাম তারা সবাই এখন জার্মানিতে। তাই তাদের ইনফো হাইড করে দিতে হলো। আর এই সার্টিফিকেট আপনারা আপনার ইউনিয়ের এক্সাম ডিপার্টমেন্ট অথবা নিজের বিভাগ থেকে নিতে পারবেন। এই সার্টিফিকেটে সাধারণত ইউনিয়ের রেজিস্টারের স্বাক্ষর অথবা সহকারী রেজিস্টারের স্বাক্ষর অথবা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর অথবা ডিপার্টমেন্ট বা বিভাগের প্রধানের স্বাক্ষর থাকে। কোন তারিখে ওনারা স্বাক্ষর করেছেন তা সাধারণত ব্যাপার না।




লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ থেকে করতে পারেন