
আইন, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং অর্থনীতি গ্রেজুয়েটদের জন্য অপূর্ব সুযোগ!
Helmut-Schmidt-Programme (Public Policy and Good Governance, PPGG) এর আওতায় ডাড স্কলারশিপের আবেদন চলছে। পাবলিক পলিসি এবং গুড গভর্নেস রিলেটেড ফিল্ডে এবার আটটি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ অফার করছে।
প্রোগ্রামগুলো হলোঃ
Hertie School of Governance, Berlin, Master of Public Policy
University of Duisburg-Essen, Master Development and Governance
Erfurt School of Public Policy, Master of Public Policy (MPP)
Leuphana University of Lüneburg, Master Public Economics Law and Politics (PELP)
University of Osnabrück, Master of Democratic Governance and Civil Society
Osnabrück University of Applied Sciences, Master of Management in Non-Profit Organisations
University of Passau, Master of Governance and Public Policy
University of Potsdam, Master of Public Management (MPM)
প্রতিটি ইউনিভার্সিটিতে আলাদাভাবে আবেদন করতে হবে।
যারা আবেদন করতে পারবেনঃ
আইন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, সমাজ বিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে পাশ করা গ্রেজুয়েট।
ব্যাচেলর পাশ করার পর গ্যাপ ছয়বছরের বেশি হওয়া যাবেনা।
অন্তত দুইবছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স।
আইইএলটিএস ৬ অথবা এর থেকে বেশি। কিছু প্রোগ্রাম মিডিয়াম অফ ইন্সট্রাকশন এক্সেপ্ট করে.
সিজিপিএ। যতো বেশি ততো ভাল। তবে ৩,৫ সেইফ স্কোর।
আবেদন করতে যা যা লাগবেঃ
সকল শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত কপি।
পাসপোর্ট
আইইএলটিএস/মিডিয়াম ওফ ইন্সট্রাকশন সার্টিফিকেট।
দুইটি করে সাবজেক্ট স্পেসিফিক রিকোমেন্ডেশন লেটার।
সাবজেক্ট স্পেসিফি মোটিভেশন লেটার। ভুল করেও একটা সবগুলোতে সাবমিট করতে যাবেন না।
ডাড স্কলারশিপ আবেদন ফর্ম।
কাজের অভিজ্ঞতা সনদ।
স্কলারশিপের আওতায় যা যা থাকছেঃ
৮৫০ ইউরো প্রতিমাসে।
ইন্সুরেন্স
ছয়মাসের জার্মান লেংগুয়েজ।
ট্রাভেল গ্র্যান্ট/বিমান টিকেট
ভিসা এপলিকেশন ফী
অর্থাৎ, ডকুমেন্ট স্যানিং করা এবং ভিসা ইন্টারভিউ দিতে যাওয়ার ভাড়ার টাকা ছাড়া আর একটি পয়সাও আপনার লাগছেনা। হার্ডকপি ডকুমেন্ট পাঠানোরও ঝামেলা নাই।
লিঙ্ক এখানেঃ https://bit.ly/3cuTE5y
আবেদনের শেষ সময় ৩১ মে পর্যন্ত। আপনার ডিসিশান জানতে পারবেন এই বছর ডিসেম্বরে। ক্লাস শুরু হবে ২০২১ এর অক্টোবরে। লেঙ্গুয়েজ কোর্স করার জন্য আপনাকে ২০২১ এর এপ্রিলের মধ্যে জার্মানিতে আসতে হবে পারে।
লিখেছেনঃ কফিল মাহমুদ
ন্যাশনাল এন্ড ইন্টারনেশনাল এডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অব পোস্টডাম, জার্মানি।