আমরা সবাই কমবেশি Roller Coaster এর সাথে পরিচিত। বিশ্বের প্রায় বিভিন্ন থিম পার্কগুলোতে Roller Coaster গুলো বলা যায় অন্যতম প্রধান আকর্ষণ। কিন্তু জার্মানি বিশ্বের একমাত্র Roller Coaster বানিয়েছে সম্পুর্ন সিঁড়ি দিয়ে। জ্বি, আপনি ঠিক দেখছেন। ২০১১ সালে Duisburg শহরের Angerpark নামক জায়গায় এই বিশ্বখ্যাত অদ্ভুত Roller Coaster বানানো হয়। এতে পুরো Coaster আপনাকে সিঁড়ি দিয়ে যেতে হবে, যা আপনাকে বিভিন্ন বাঁক পেরিয়ে 148 ফুট উচ্চতায় নিয়ে যাবে। আবার এটি আপনার স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী হবে। পুরো স্থাপনার নাম 'Tiger and turtle magic mountain'। Youtube এ সার্চ করলে আপনি এর অসংখ্য ভিডিও পাবেন। পুরো স্থাপনাকে গতবছর One of the best Germam architecture হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। করোনার বন্ধ শেষ হবার পরে যারা NRW স্টেটে বা Duisburg থাকেন তারা Angerpark এ ফ্রিতে এই অদ্ভুত Roller Coaster এ চড়ে আসতে ভুলবেন না। লেখাটা ভালো লাগলে আপনার পরিচিতদের ট্যাগ করে দিন আর উপকারে লাগলে আমাদের গ্রূপে ১০ জনকে যোগ করে দিতে পারেন।
লেখার সূত্র: https://www.wired.com/…/walkable-roller-coaster-sculpture-…/ ছবির সূত্র ইন্টারনেট।





লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে