
প্রথমেই বলে রাখি আমি ইন্টারভিউ দিয়েছি ১ মাসের উপরে হয়ে গেছে। আমার যত টুকু মনে আছে ততোটুকু ই আপনাদের কাছে শেয়ার করতেছি। এক এক জনের ইন্টারভিউ এক এক রকম হতে পারে। আমার সাথে না ও মিলতে পারে। আমি কয়েকটি ধাপে ভাগ করবো ইন্টারভিউ কে -
ইউরোপের পড়াশোনা আমাদের থেকে অনেক ভিন্ন। সুতরাং, ইন্টারভিউ এর জন্যে আমাদেরকে একটু গভীর ধারণা থাকতে হবে টপিক গুলো নিয়ে।
১. প্রথমধাপে প্রশ্ন হতে পারে, আপনার ব্যাচেলর থিসিস / প্রজেক্ট / পাবলিকেশন নিয়ে। প্রশ্ন করতে পারে আপনি কি করেছেন, যে এলগোরিদম নিয়ে কাজ করেছেন ঐটা কিভাবে কাজ করে, তা নিয়ে ধারণা থাকতে হবে। আমাকে আমার পাবলিকেশন সম্পর্কে প্রশ্ন করেছিল।
প্রশ্ন ১: নিউরাল নেটওয়ার্ক কি এবং কিভাবে কাজ করে ?
প্রশ্ন ২ : Backpropagation কি ?
প্রশ্ন ৩ : আরো কিছু প্রশ্ন করেছিল ওই টপিক গুলার নাম শুনি নাই কখনো এবং ধারণা ও ছিল না।
প্রশ্ন ৪ : কিছু এলগোরিদম নিয়ে প্রশ্ন করবেই।
২. দ্বিতীয়ধাপে, প্রশ্ন হতে পারে কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে। কারণ এই প্রোগ্রাম অনেকটাই কম্পিউটার গ্রাফিক্স এর সাথে সম্পর্কিত
প্রশ্ন ১ : আপনি কম্পিউটার গ্রাফিক্স কোর্স করেছেন কিনা ব্যাচেলর ডিগ্রী তে ?
প্রশ্ন ২ : কি কাজ করেছেন ?
প্রশ্ন ৩ : কি সফটওয়্যার ব্যবহার করেছেন ?
প্রশ্ন ৪ : OpenGL কি ?
প্রশ্ন ৫ : GLUT কি ?
প্রশ্ন ৬ : কিছু কোর্স নিয়ে জিজ্ঞেসা করছিলো আমি ঐগুলা করেছি কিনা ? আমার ব্যাচেলর ডিগ্রী তে ওই কোর্স ছিল না। তাই উত্তর ও দিতে পারি নাই।
৩. তৃতীয় ধাপ, এইখানে কিছু অ্যাডভান্স প্রশ্ন করা হয়েছিল। এমন প্রশ্নের জন্যে আমি তৈরী ছিলাম না। যা প্রশ্ন করেছিল সব মাথার উপর দিয়ে গেছিলো। একটু লং প্রশ্ন ছিল মনে নাই এখন। তবে এইটুকু মনে আছে কঠিন প্রশ্ন করেছিল।
সাজেশন :
১. ইন্টারভিউ দেয়ার সময় আপনি আপনার ট্রান্সক্ৰিপ্ট তা ওপেন রাইখেন অনেকটা কাজে দিবে।
২. ভিডিও কল করে ইন্টারভিউ তে সাধারণত। ওদেরকে বলবেন যে অডিও তে কথা বলবেন। কারণ দেখবেন , ইন্টারনেট স্লো অথবা কথা বুজতেসেন না।
৩. অডিও কল এর কারণ হলো যে , এমন কোনো প্রশ্ন করলো যেটা নিয়ে আমার কোনো ধারণা নেই , সাথে সাথে গুগল করবেন। সময় নেয়ার জন্যে repeat প্রশ্ন করবেন। ঐ সময় এর মধ্যে আমি একটা সল্যুশন পেয়ে যাবেন গুগল থেকে।
*** ইন্টারভিউ নেয়ার কিছুক্ষণ পর এ রেজাল্ট জানিয়ে দেয় এপ্লিকেশন পোর্টালে।
*** যারা ইন্টারভিউ নিবে তারা অনেক ফ্রেন্ডলি ভয় পাবার কিছু নাই। সবাই ইন্টারভিউ দেন নতুন অভিজ্ঞতা হবে।
*** কোনো কিছু ভুল হলে ক্ষমা করে দিয়েন
লিখেছেনঃ ইখতিয়ার আহমেদ এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপের মাধ্যমে করতে পারেন।