
প্রথমবারের মতো আমাদের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত GRE preparetion এর Manhattan GRE preparation এর ১ থেকে ৮ পর্যন্ত সকল বই সিরিজের ডাউনলোডের অপশন শেয়ার করা হলো
জার্মানিতে এখন অনেক মাস্টার্সের কোর্সে IELTS থাকুক বা না থাকুক GRE স্কোর থাকা বাধ্যতামুলক করে দিয়েছে। এরপরেও জার্মানিতে মাস্টার্স করার জন্য বিভিন্ন দেশের আবেদনকারীদের মধ্যে একটুও আগ্রহের ঘাটতি আসেনি। কারন এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিনা টিউশন ফিসে পড়ার সুযোগের কারনে আমেরিকা, কানাডা সহ প্রায় উন্নত দেশের স্টুডেন্টরাও পড়তে আসে। আসলে ভালো GRE স্কোর থাকলে সারা দুনিয়াতে স্কলারশিপ পাওয়ার দরজা খোলা হয়ে যায়। এখন এই করোনার বন্ধে আপনারা নিজে নিজে GRE এর প্রিপারেশন নিয়ে সময়টাকে কাজে লাগাতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমরা বেসিগ গ্রুপের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত GRE preparetion এর পুরো বই সিরিজ Manhattan GRE এর ১ থেকে ৮ পর্যন্ত সকল বই সম্পূর্ণ বিনা মুল্যে আপনাদের সবার ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বাংলাদেশে এই ১ থেকে ৮ পর্যন্ত পুরো বই এর সিরিজ খুবই দামি। আজকে জার্মানিতে amazon এ এই ৮টা বইয়ের মোট দাম ছিল ৩২১ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা)। আপনারা যদি এই বন্ধে নিজে নিজে এই ৮টা বই শেষ করতে পারেন তাহলে ভালো স্কোর উঠবেই। আর GRE তে ভালো স্কোর পাওয়া মানে আমেরিকা, কানাডাসহ সারা দুনিয়ার স্কলারশিপের দরজা আপনার জন্য খোলা হয়ে যাওয়া। আর GRE বিজ্ঞান, ব্যবসা অথবা মানবিক যেকোন বিভাগের স্টুডেন্টদের জন্য খুবই দরকারী। কোন বইতে কি পাবেন তার একটা তালিকা দিলাম
গাইড ১। The Algebra
গাইড ২। The Fractions, Decimals, and Percents
গাইড ৩। The Geometry
গাইড ৪। The Number Properties
গাইড ৫। The Word Problems
গাইড ৬। The Quantitative Comparisons and Data Interpretation
গাইড ৭। The Reading Comprehension and Essays
গাইড ৮। The Text Completion and Sentence Equivalence
পুরো সিরিজ ডাউনলোডের জন্য লিঙ্ক ১ (মেগা) https://bit.ly/2xojedp
যদি ১ নম্বর লিঙ্ক কাজ না করে তাহলে লিঙ্ক ২ (OneDrive) http://tiny.cc/az3wmz
নিজেদের ফেইসবুকের টাইমলাইনে এই লেখা শেয়ার করতে চাইলে এই লিঙ্ক থেকে করতে পারেন http://tiny.cc/5e4wmz
কোন লিঙ্ক কাজ না করলে কমেন্টে লিঙ্কের নম্বর এবং স্ক্রিন শটসহ জানাবেন।
লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে