IELTS এ মিনিমাম ৬.৫ পাওয়ার কিছু এডভান্স বইয়ের ডাউনলোডের লিঙ্কযারা IELTS এর প্রস্তুতির জন্য অলরেডি ক্যামব্রিজ IELTS এর ১ থেকে ১৪ পর্যন্ত বইগুলো শেষ করে ফেলেছেন তাদের জন্য বেস্ট হল এবার IELTS Practice Tests Series শেষ করা। ক্যামব্রিজ বইগুলো শেষ করলে যে কেউ আশা করতে পারে সে ৬.০ পাবেই। আর তার সাথে যদি কেউ আমার এখন দেয়া IELTS Practice Tests Series এর (১ থেকে ৩) তিনটা বই ভালভাবে শেষ করতে পারে, তাহলে সে মিনিমাম ৬.৫ গ্রেড উঠার আশা করতেই পারে। অনেকেই বলে বইগুলি এতই এডভান্স লেভেলের যে, এর থেকে IELTS পরীক্ষা অনেক সময় সহজ হয়। আমি এই বইগুলো অনেক গ্রুপেই খুঁজেছি, কিন্তু কোথাও এই পুরো সিরিজের তিনটা বই পাইনি। আমি এখানে প্রথমবারের মতো (আমার জানা মতে বাংলাদেশের অন্য কোন গ্রুপে বইগুলোর ডিজিটাল ভার্সন নেই) এক্সক্লুসিভভাবে আপনাদের সবার জন্য IELTS Practice Tests Series এর ১ থেকে ৩ পর্যন্ত সকল বইয়ের ডাউনলোডের লিঙ্ক শেয়ার করলাম। প্রতিটি বইয়ের সাথে আপনারা উত্তরপত্র এবং অডিও ভার্শনও পাবেন। এমন এক্সক্লুসিভ বইয়ের কালেকশন পরে নাও পেতে পারেন। তাই এখনি ডাউনলোড করে ফেলেন।


ডাউনলোড করার প্রথম লিঙ্ক (মেগা ) https://bit.ly/2KtLUV9

যদি সেইম জিনিস আগের লিঙ্ক থেকে ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে দ্বিতীয় লিঙ্ক

(ওয়ান ড্রাইভ) http://tiny.cc/hlbpnz


লিঙ্কে ডাউনলোডে সমস্যা হলে কমেন্টে জানাবেন। অনেক ডাউনলোড একসাথে হলে সাময়িক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু অপেক্ষা করে রিফ্রেশ করে আবার ডাউনলোডের চেষ্টা করবেন। আপনাদের পরিচিত সবাইকে আপনি ট্যাগ করে দিতে পারেন। আমার এই লেখা আপনার উপকারে লাগলে আমাদের গ্রুপে ২০ জন মেম্বার যোগ করে দিবেন।


আমার আগের দেয়া Cambridge ielts 1 - 14 সকল বইয়ের ডাউনলোডের লিঙ্কসহ লেখা http://tiny.cc/384fhz

আমার আগের দেয়া 15 days' practice for IELTS এর চারটা বই নিয়ে ডাউনলোডের লিঙ্কসহ লেখা http://tiny.cc/794fhz


লেখক Nur Mohammad

এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে ফেইসবুকে আমাদের গ্রপের মাধ্যমে করতে পারেন

Subscribe to Our Newsletter

© BESSiG. বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট অন্য যেকোন ওয়েবসাইট বা ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।