

লিখেছেন মাহমুদুল ইসলাম খান
J E N A পড়ুন ইয়েনা। আগে ঠিকঠাক সিটির নাম ইয়েনা পড়ুন তারপর ভার্সিটির নাম। ছাত্র (মাস্টার্স, পিএইচডি, পোস্টডক), চাকুরিজীবি, ফ্যামিলি সবদিক থেকেই পরিপূর্ণ হতে চলেছে ঝালে নদী (পড়ুন খাল) ধরে ঘেঁষে গড়ে ওঠা পাহাড়ে ঘেরা ভ্যালির মধ্যে ছোট্ট শহর ইয়েনা। গ্রীন হার্ট অফ জার্মানী নামে পরিচিত পূর্ব জার্মানির থুরিঙ্গা রাজ্যের অন্যতম ছাত্রবান্ধব শহর ইয়েনা। FSU Jena ছাড়াও পাশের সিটি weimar( ভাইমার) এবং এর্ফুট (এ রাজ্যের রাজধানী) ও বিশ্ববিদ্যালয় রয়েছে।। পার্টটাইম জবের জন্য এই ৩ সিটিতেই ইয়েনার ছাত্রছাত্রীদের পদচারনা।। ইয়েনাতে বর্তমানে প্রায় শতখানেক বাঙ্গালী রয়েছে।।
পার্টটাইম জবের ক্ষেত্রে বড় সিটিতে অবশ্যই ছোট সিটি থেকে এভ্যাইলেভিটি বেশি। ছোট সিটি হলেও এখানে কমবেশী সবাই জব করছে।। এই ভার্সিটি খুবই ভালো একটা ইউনিভার্সিটি, শুধু এই ভার্সিটি না, জার্মানির প্রত্যেকটা ভার্সিটিই একটা কোয়ালিটি মেনটেইন করে (যে ভার্সিটির র্যাংকিং ৪০০০ সেটা ও)।।
ফ্রেডরিখ শিলার ইউনিভার্সিটি ইয়েনার মাস্টার্স প্রোগ্রামে যেসব সাবজেক্টে এপ্লাই করতে পারবেন:
ইকনোমিকস, ইংরেজি, মাইক্রোবাইয়োলজি, ইকোলজি, মলিকুলার লাইফ সাইন্স, বায়োকেমেসট্রী, মেটেরিয়াল সাইন্স, ম্যাথ, বিজনেজ ম্যাথ, ফটোনিক্স, মেডিক্যাল ফটোনিক্স এই সাবিজেক্টগুলো আছে যেগুলোর মিডিয়াম ইংলিশ।। এছাড়াও ইউনিভার্সিটি অফ এপ্লাইড সাইয়েন্স ইয়েনাতে সাইন্টিফিক ইন্সট্রুমেন্টে ও এপ্লাই করতে পারবেন।। যাদের আইএল্টিএস দেয়া আছে দ্রুত এপ্লাই করে ফেলুন।