
অবিশ্বাস্য হলেও সত্য। বাংলাদেশে এখনো যেখানে রাস্তার গাড়ি পারাপারের জন্য সেতু বানানো হয়। সেখানে জার্মানি ১৬ বছর আগে খালের উপর দিয়ে নদীর পানি যাওয়ার জন্য পানির সেতু বানিয়েছে। জী আপনি ঠিক পড়ছেন। সেই সেতুর উপর দিয়ে শুধু নদীর পানি নয় রীতিমত প্রতিদিন জাহাজ পারাপার হয়। জার্মান ইঞ্জিনিয়ারিং যে কি কারনে বিশ্বসেরা তার একটা নমুনা এর মাধ্যমে বুঝা যায়। আপনারা যারা জার্মানিতে থাকেন তারা নিজ চোখে নিজ চোখে Magdeburg শহরের এই অবিশ্বাস্য পানির ব্রিজ দেখে আসতে পারেন।


এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ থেকে করতে পারেন। লেখক Nur Mohammad