পরিচিতি : ১৯০২ সালের Royal College for Small Iron and Steel Products Industry Schmalkalden এর বর্তমান রুপই হলো আজকের Hochschule Schmalkalden। ৩০০০ এর কম শিক্ষার্থী ও ৬৫ জন প্রফেসর নিয়ে এটি এ রাজ্যের অন্যতম ছোট শহর Schmalkalden এ অবস্থিত যার জনসংখ্যা মাত্র ২০,০০০ । এ ভার্সিটির সাথে বিশ্বের মোট ১৫০ টি ভার্সিটির পার্টনারশিপ রয়েছে।

ইংরেজি মাধ্যমে পড়াশোনা : ভার্সিটিতে মোট ১৭ টি ব্যাচেলর, ৮ টি মাস্টার্স প্রোগ্রাম ও ১২ টি পার্টটাইম প্রোগ্রাম রয়েছে। শুনতে অনেক মনে হলেও মাত্র দুই বছর আগেও ভার্সিটিতে মাত্র ১ টি প্রোগ্রাম ছিলো ইংরেজি মাধ্যমে যা বর্তমানে ৩ টি। Business informatics, Plastic technology, Pharmaceutical Economist, Health Tech, Mechanical engineering, Electrical engineering বিষয়গুলো এ ভার্সিটির প্রানশক্তি যার সবগুলোই জার্মান ভাষায়।
ইংরেজি মাধ্যমে বিষয়গুলো হলো:
1)International Business and Economics (M.A.)
2)Applied Computer Science (M.Sc.)
3)Master Mechatronics & Robotics (M.Eng.)
এ তালিকার ২ এবং ৩ এ থাকা কোর্সগুলো একেবারেই নতুন। শুধুমাত্র ১ এ থাকা Int. Business and Economics প্রোগ্রামটিই ছিল এ ভার্সিটির একমাত্র ইংরেজি কোর্স। এ কোর্সে গড়ে প্রতি সেশনে ৩০-৫০ আসনের বিপরীতে ১২০০ ভর্তির এপ্লিকেশন জমা হয়, তবে সীমিত আসনের দরুণ একটি দেশ থেকে সচরাচর দুইজনের বেশি দেখা যায় না শুধুমাত্র জার্মান ও ভিয়েতনামের ক্ষেত্রে ব্যতিক্রম। পার্টনারশিপ প্রোগ্রামে USA, Canada, Australia থেকে বিনামূল্যে MBA কিংবা ইউরোপের যে কোন দেশ থেকে সবাই Erasmus Scholarship এ পড়াশোনার সুযোগের কারনে এ কোর্সের আবেদনের পরিমাণ তুলনামূলক অনেক বেশি।
জীবনযাত্রা ও খন্ডকালীন চাকুরী : শহরের ডর্মে বা প্রাইভেট বাসায় খরচ কম হওয়ায় শহরে ৪৫০-৫০০ ইউরোতে অনেকটা রাজার হালেই চলাফেরা সম্ভব। তবে শহরের আয়তন ছোট হওয়ায় কাজের সুযোগ অনেক সীমিত তবে বর্তমানে অবস্থানরত বাংলাদেশিদের ৯০ ভাগই এ শহড়ে জব করছেন।পড়াশোনার চাপের কারনে গত বছর আমি ৬/৭ মাস চাকুরী করেছি কিন্তু এ আয় দিয়ে পুরো বছর ব্লকের টাকা ছাড়াই স্বাচ্ছন্দ্যে চলেছি। Semester টিকিট থাকায় চাইলে আশেপাশের শহরগুলোতেও জব করা যায় তবে এটা পড়াশোনার উপর বাড়তি চাপ যোগ করে।
Schmalkalden কি আপনার আসা উচিত :
Master IBE প্রোগ্রামে সর্বোচ্চ ২৮ ক্রেডিট ফেল করলে আপনার ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে। ৫০% নম্বর পেলে কৃতকার্য হওয়ায় Accounting/Econometrics/Regression বিষয়গুলোতে অকৃতকার্য হওয়া খুবই কমন কিন্তু এ প্রোগ্রামে সে সুযোগ সীমিত।
আর Applied Computer Science এ এধরনের নিয়মাবলী না থাকলেও গত সেমিস্টারে শিক্ষার্থীরা গড়ে ৫০% বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এমনকি কয়েকটি পরীক্ষা দিয়েও কোন বিষয়েই কৃতকার্য হতে পারেনি এমন শিক্ষার্থী ও রয়েছে।
Mechanical engineering এবং Electrical engineering দুই ফ্যাকাল্টির যৌথ উদ্যোগে
Mechatronics & Robotics নামে আধুনিক এ প্রোগ্রামটি শুরু হয়েছে তাই এ বিষয়টিও অনেক চ্যালেঞ্জিং।
সবকিছু মিলিয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি IBE প্রোগ্রামে এসে। আপনি যদি পরিশ্রমী হোন তাহলে সঠিক সময়ে পড়াশোনা শেষ করে একই সাথে ভার্সিটির আন্তজার্তিক ভাষা ডিপার্টমেন্টে বিনামূল্যে জার্মান ভাষা শিখে সহজেই নিজেকে পেশাজীবন এর জন্য প্রস্তুত করতে পারেন।
লেখকঃ Nazmul Hasan Bappy
MA in International Business and Economics
University of Applied Sciences Schmalkalden