

লিখেছেন Kawsar Ul Hoq
Bonn, Germany
IELTS: 7.5 (L-8.5, R-7.5, W-6.5, S-7)
Exam: October 13, 2018.
জার্মানিতে Social Science এর বিষয়গুলোতে মার্স্টার্স করা সুযোগ সীমিত। অধিকাংশ ইউনিভার্সিটি এপ্লাইড সাইন্সের বিষয়গুলো অফার করে। অল্পকিছু সংখ্যক বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞানের কিছু মাস্টার্স প্রোগ্রাম অফার করে। যার মাঝে অনেক গুলোই জার্মান ভাষায় পড়ানো হয়। তাই সুযোগটা আরও সংকীর্ণ। আমি Social Work এ অনার্স করেছি। এই রিলেটেড সাবজেক্ট খুঁজতে Sociology, Social Research, Public policy, Governance রিলেটেড কিছু মাস্টার্স প্রোগ্রাম পেয়েছি যেগুলো ইংরেজি ভাষায় অফার করা হয়। ইউনিভার্সিটি সিলেকশনের সময় এক্সেল ফাইলে সব প্রগ্রামের নাম, ইউনিভার্সিটি, ডেডলাইন, রিকোয়ারমেন্ট, লিঙ্কসহ সেভ করে রেখেছিলাম, যেন একসাথে সব তথ্য পাওয়া যায়। আপনারা যারা Social Science এর মাস্টার্স প্রোগ্রামে জার্মানিতে এপ্লাই করতে চান নিম্নোক্ত ফাইলের সাবজেক্ট গুলো দেখতে পারেন। সবগুলোর সাথে লিঙ্ক দেওয়া আছে। Winter 2019 Session এর বেশিরভাগ প্রোগ্রামের ডেডলাইন ইতোমধ্যে শেষ। কিছু ইউনির ডেডলাইন শেষ হবে ৩১ মে। যারা সামনে এপ্লাই করবেন ভাবছেন তাদের কাজে লাগবে।
