

লিখেছেন Kawsar Ul Hoq
Bonn, Germany
IELTS: 7.5 (L-8.5, R-7.5, W-6.5, S-7)
Exam: October 13, 2018.
Uni-assist এর মাধ্যমে দুইটি ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলাম। ইউনি-এসিস্ট ডকুমেন্টস্ পেয়েছে ৪ মে, পেমেন্ট পেয়েছে ৬ মে। ৬ সপ্তাহ পার হওয়ার পরও ডকুমেন্টস্ প্রি-ইভালুয়েশন রিপোর্ট পাইনি। Uni-assist ওয়েবসাইটে দেখলাম ইভালুয়েশনের জন্য ওরা ৪-৬ সপ্তাহ সময় নিয়ে থাকে। তবে অঞ্চলভেদে এর কিছু ভিন্নতা রয়েছে। ইউরোপিয়ান দেশগুলোর জন্য ৪ সপ্তাহ, আমেরিকান দেশগুলোর জন্য ৬ সপ্তাহ এবং এশিয়া অঞ্চলের জন্য ৭ সপ্তাহ। ওরা আবার উল্লেখ করেছে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট না পেলে ইমেল করতে। তাই গতকাল ইউনি-এসিস্টকে ইমেল করে ৪৬ দিন পর আজ ডকুমেন্টস্ প্রি-ইভালুয়েশন রিপোর্ট পেলাম। মনে হচ্ছে ওরা অনেক আগেই ডকুমেন্টস্ ইভালুয়েট করেছে। এতদিন খেয়াল ছিলোনা, ইমেল পেয়ে আমাকে ইভালুয়েশন রিপোর্ট পাঠিয়েছে।
রিপোর্ট পেতে দেরি হলে আপনিও চাইলে ইমেল করতে পারেন, অথবা ৭ সপ্তাহ অপেক্ষা করতে পারেন। আমি সাজেস্ট করবো, ৪ সপ্তাহের মধ্যে ইভালুয়েশন রিপোর্ট না মেলে ইউনি-এসিস্টকে ইমেল করুন। ইমেল করার ক্ষেত্রে Uni-assist এড্রেসে সরাসরি ইমেল করে কাজ হবেনা। একটা অটোরিপ্লাই পাবেন Contact Form ফিলাম করার। তাই ওয়েবসাইটের Contact অপশন থেকে MY PRE-CHECK RESULTS অপশনের When will I receive the results of my pre-check? লিঙ্কে ক্লিক করবেন। তারপর Are you already waiting for more than six weeks? অপশনে You can write us here এ ক্লিক করে মেসেজ বক্স পাবেন। এখানে আপনার Uni-assist applicant ID উল্লেখ করে জানতে চাইবেন ইভালুয়েশন রিপোর্ট পেতে এত দেরী হচ্ছে কেন। মেসেজের সাথে ইউনি-এসিস্ট থেকে পাওয়া ডকুমেন্টস্ ও পেমেন্ট রিসিভের PDF ফাইল এটাচ করে দিতে পারেন। ওরা ২ কর্মদিবসের মধ্যে আপনাকে ফিরতি ইমেলে উত্তর জানাবে। আশাকরি এতে কাজ হবে।