
এই প্রথমবারের মতো YouTube দিয়ে নিজে নিজে জার্মান ভাষা শেখার যতো ভালো চ্যানেল আছে আমি BESSiG গ্রুপের পক্ষ থেকে এমন সকল চ্যানেল নিয়ে লিঙ্কসহ একটা তালিকা করেছি। এই তালিকা অনুযায়ী আপনি নিজে নিজে এ১ থেকে বি১ পর্যন্ত ঘরে বসেই করতে পারবেন। এই তালিকা করার জন্য YouTube এ জার্মান ভাষা শেখার প্রায় ৭০টার বেশি চ্যানেল দেখে, তার সাথে প্রায় হাজারের উপরের ভিডিও দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই এক্সক্লুসিভ তালিকা BESSiG এর মেম্বারদের জন্যই করা হয়েছে।
১। Learn German with Jenny এখন ইউটিউবে জার্মান ভাষার এই চ্যানেল এক নম্বর বলা যায়। এখন এই চ্যানেলের নাম পরিবর্তন হয়ে lingoni German হয়েছে। এই চ্যানেলে ধাপে ধাপে এ১ থেকে বি২ পর্যন্ত পুরো জার্মান ভাষা কোর্সকে খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। লিঙ্ক https://bit.ly/2Aq7xnP
২। Learn German with Anja ইউটিউবে জার্মান ভাষা শেখার এই চ্যানেল সবচাইতে জনপ্রিয়। এই চ্যানেলে ভাষা শেখানোর পাশাপাশি মজার মাধ্যমে Pronounciation, Vocabulary শেখাবার দিকে জোর দেওয়া হয়। Beginner দের জন্য এই চ্যানেল খুব উপকারী। লিঙ্ক https://bit.ly/2XhSANl
৩। smarterGerman এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে অত্যন্ত প্রফেশনালভাবে ধাপে ধাপে এ১ থেকে বি১ পর্যন্ত জার্মান ভাষা শেখানো হয়। আপনার কাছে মনে হবে আপনি অনলাইনে জার্মান টিচারের কাছে ক্লাস করছেন। এখানে ভাষার পাশাপাশি গ্রামারের দিকেও জোর দেওয়া হয়। চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/sur1pz
৪। Goethe-Institut জার্মানির সরকারি ভাষা শেখানোর অফিশিয়াল চ্যানেল। এখানে সহজে ভাষা শেখার প্রচুর ভিডিও আছে। লিঙ্ক http://tiny.cc/v9t1pz
৫। Deutsch lernen mit der DW হলো বিশ্ববিখ্যাত news channel DeutcheWelle এর জার্মান ভাষা শেখানোর অফিশিয়াল চ্যানেল। লিঙ্ক https://cutt.ly/5yLcVQx
৬। Deutsch Happen এখানে German writing, vocabulary, idioms, and বিভিন্ন topics এর উপরে ভিডিও আছে। লিঙ্ক http://tiny.cc/h7s1pz
৭। Learn German with Herr Antrim এখানে সপ্তাহে দুই দিন করে জার্মান ভাষা শেখাবার ভিডিও আপলোড করা হয়। সোমবার Beginner দের জন্য আর শুক্রবার Advance লেভেলের ভাষা শেখানোর জন্য ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেল সহজে গ্রামার শেখার জন্য বেস্ট। লিঙ্ক http://tiny.cc/bct1pz
৮। Learn German with GermanPod101.com এখানে প্রফেশনাল টিচাররাই সহজে জার্মান ভাষা শিখিয়েছে। লিঙ্ক http://tiny.cc/flt1pz
৯। Deutsch mit Marija এডভান্স লেভেলের জার্মান ভাষা শিখতে চাইলে এই চ্যানেল বেস্ট। এখানকার ভিডিও ফলো করতে হলে আগের থেকে কিছু জার্মান নলেজ থাকার দরকার। লিঙ্ক http://tiny.cc/mkv1pz
১০। Deutsch für Euch এই চ্যানেলের ভিডিওগুলোতে বেসিক থেকে শুরু করে জার্মান ভাষার গ্রামার এবং Pronounciation এর দিকে জোর দেওয়া হয়েছে। লিঙ্ক http://tiny.cc/11r1pz
১১। LanguageSheep প্রফেশনাল টিচার এখানে তার অসংখ্য ভিডিও দিয়ে জার্মান ভাষাকে সহজে বুঝিয়ে দিয়েছে। লিঙ্ক http://tiny.cc/m5r1pz
১২। Easy German এই চ্যানেল দিয়ে আপনি জার্মান সমাজ, কালচার এবং ভাষা নিজে নিজেই শিখতে পারবেন। লিঙ্ক http://tiny.cc/vas1pz
১৩। Authentic German Learning এখানে এনিমেশনের মাধ্যমে ভিডিও দিয়ে খুব সুন্দর করে জার্মান ভাষা শেখাবার চেষ্টা করা হয়েছে। চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/2fs1pz
১৪। VlogDave - All about German ইংরেজিকে ভিত্তি হিসেবে ধরে জার্মান ভাষা শেখাবার চেষ্টা করা হয়েছে। চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/xls1pz
১৫। Get Germanized জার্মান ভাষা, কালচার এনিমেশনের মাধ্যমে এখানে শেখানো হয়েছে। চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/ips1pz
১৬। Don’t Trust the Rabbit জার্মান ভাষা, গ্রামার, কালচার ভিডিওর মাধ্যমে শেখাবার চেষ্টা করা হয়েছে। লিঙ্ক http://tiny.cc/vts1pz
১৭। Rewboss প্রফেশনাল ব্রিটিশ টিচার যে জার্মান ভাষা সহজে ভিডিওর মাধ্যমে এখানে শিখিয়েছে। লিঙ্ক http://tiny.cc/3vs1pz
১৮। Wanted Adventure জার্মান ভাষার পাশাপাশি Manner এবং জার্মান সমাজকেও শেখাবার চেষ্টা করা হয়েছে। লিঙ্ক http://tiny.cc/5zs1pz
১৯। Girls4Teaching এই চ্যানেলের সব ভিডিও যারা German, basic lessons including grammar, vocabulary, culture, dialogue এবং ভাষা পরীক্ষা দিতে চান তাদের জন্য। লিঙ্ক http://tiny.cc/3nt1pz
২০। MySpass এখানে জার্মান ভাষার বিভিন্ন TV series বা German TV show এর ক্লিপিংস এর মাধ্যমে ভাষা শেখানো হয়। লিঙ্ক http://tiny.cc/qcu1pz
২১। Bookboxinc এখানে ছোট বাচ্চাদের মতো করে, কার্টুন ছবি দিয়ে জার্মান ভাষা শেখানো হয়। লিঙ্ক http://tiny.cc/wfu1pz
২২। Easy Languages চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/sev1pz
২৩। Smarter German চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/thv1pz
২৪। Deutsch Verstehen চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/ypv1pz
২৫। My German Short Stories চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/zsv1pz
২৬। MrWissen2go চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/xtv1pz
২৭। Schoolseasy চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/vuv1pz
২৮। Mel’s Kanal চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/3vv1pz
২৯। Life to Go চ্যানেলের লিঙ্ক http://tiny.cc/nyv1pz
৩০। Easy Online German চ্যানেলের লিঙ্ক https://cutt.ly/KyLcFht
৩১। Blitztag1 চ্যানেলের লিঙ্ক https://cutt.ly/GyLcGPW
৩২। DeutschMitJulia চ্যানেলের লিঙ্ক https://cutt.ly/SyLcLDb
আপনার ভালো লাগলে আমাদের ফেইসবুক গ্রুপে ২০ জন মেম্বার যোগ করে দিবেন। আমাদের গ্রুপের লিঙ্ক https://www.facebook.com/groups/bsfg.pro/
© লেখক Nur Mohammad এর।