
এখন এই জার্মানিতে এই করোনার ক্রাইসিসের বন্ধের মধ্যে যে কয়েকটা কোম্পানি চুটিয়ে ব্যবসা করছে, তার মধ্যে অন্যতম হল Zalando. এই জার্মান কোম্পানিতে অনলাইনে ব্র্যান্ডের কাপড় চোপড় কিনার ক্ষেত্রে এটি এখন পুরো ইউরোপে এক নম্বর অবস্থানে আছে। আর গত তিন মাসে এই সাইটে ১ বিলিয়ন মানুষ (১০০ কোটি) মানুষ ভিজিট করে রেকর্ড করেছে। Zalando থেকে এখন কেউ কিছু কিনলে তাকে তাৎক্ষনিক কোন টাকা দিতে হবে না। কাপড় কিনে ঘরে আসার পরে ১৫ দিন সময় থাকবে পড়ে সন্তুষ্ট হবার জন্য। সন্তুষ্ট না হলে ফেরত দেয়া যাবে কোন টাকা দিতে হবে না। আবার কিনার পরে পছন্দ হলে ১৫ দিন পর থেকে এক মাসের মধ্যে যে কোন একদিন টাকা ব্যাঙ্কের মাধ্যমে ট্রান্সফার করে দিলেই হবে। কোন অতিরিক্ত কিছু দিতে হবে না। যারা ব্র্যান্ডের কাপড়ের ভক্ত, তারা এই সুযোগে কিছু জামাকাপড় ট্রাই করে দেখতে পারেন। কয়েকদিন পরে ফেরত দেবার অপশন আছে, তাই বলে কেউ এমন সুযোগের অসৎভাবে ব্যবহার করবেন না।
বিস্তারিত https://cutt.ly/otAGLpj
লেখক Nur Mohammad
এই লেখা পড়ার পরে কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অথবা কাউকে ট্যাগ করতে চাইলে